সামসি, 18 এপ্রিল : মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরের সমর্থনে আজ সামসিতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে NRC, হিন্দু-মুসলমানদের মধ্যে বিবাদ, বেকারত্ব সহ একাধিক ইশুতে নরেন্দ্র মোদিকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। CPI(M) ও কংগ্রেসও তাঁর নিশানায় ছিল। এছাড়াও তৃণমূলের আমলে মালদায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা।
জওয়ানদের স্যালিউট, আই লাভ অল অফ ইউ : মমতা - Lok Sabha Election
"আই লাভ অল অফ ইউ" সামসির সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতার বক্তব্য :
- কংগ্রেসি বন্ধুরা মৌসমের বিরুদ্ধে বলছেন
- মৌসম দলে এসে ক্ষতি হয়নি, ভালো হয়েছে
- শুধু মৌসম নয়, মুর্শিদাবাদে অপূর্ব
- সকালে কংগ্রেস, দুপুরে CPI(M), রাতে BJP
- মৌসম কংগ্রেস থেকে এসে ভালো করেছে
- যদি চান BJP যাক, তবে মৌসম থাক
- আগামীতে বাংলায় তৃণমূল 42 টি আসন পাবে
- তৃণমূল কেন্দ্রে সরকার গঠন করবে
- কংগ্রেসের ক্ষমতা নেই
- ইউনাইটেড ইন্ডিয়া ভারতকে এক রাখবে
- এটা বাংলার নির্বাচন নয়, দিল্লির নির্বাচন
- 5 বছরে BJP কী করেছে?
- মালদার অনেক মানুষ বাইরে কাজ করতে গিয়ে মারা গেছেন
- আমরা তাদের পরিবারদের সাহায্য করেছি। BJP করেনি
- আমি বলব, নরেন্দ্র মোদির সরকার ফ্যাসিস্ট সরকার
- ঝুটা সরকার
- মিথ্যে ছাড়া একটা সত্যি বলে না
- লোকে ভয়ে কথা বলতে পারে না
- আগে মায়েরা বলতেন, ছেলে ঘুমোল পাড়া জুড়োল বর্গি এল দেশে
- এখন বলেন, মোদি এল দেশে। সব কিছু তো লুটে নিল বাঁচব, এবার কিসে?
- একটা বাচ্চা কাচের গ্লাস ভাঙলে মারধর করা হয়
- এরা তো দেশ ভাঙছে
- তাই এদের বিরুদ্ধে একটা ভোট একটা থাপ্পড়
- কখনও বলছে NRC করব
- সব লোককে তাড়িয়ে দেবে
- অসমে 22 লাখ হিন্দুর নাম বাদ দিয়েছে
- শুধু এখানে এসে বলে NRC করব
- এখানে NRC কিছুই করতে দেব না
- NRC-র বদলা তৈরি করেছি
- NRC-র পালটা জনগণ NBC করব। ন্যাশনাল বিদায় সার্টিফিকেট
- দিকে দিকে বিদায় দেব
- বলছে যে নাগরিক রয়েছেন, 5 বছরের জন্য বিদেশি বানিয়ে দেব
- আমরা বলছি আমরা সবাই এদেশের নাগরিক
- বিদেশি বানানোর অধিকার মোদিবাবুর নেই
- সারা জীবন চ্যালেঞ্জ করে বেঁচে আছি
- লড়তে পারলে লড়, না হলে গলায় দড়ি কলসি নিয়ে ডুবে মর
- আগে বলত চা ওয়ালা, এখন বলছে চৌকিদার
- চা পাতা, চায়ের দুধ, চা-ওয়ালা গেল কোথায়? মোদিবাবু জবাব দাও
- এখন বলে আমি চৌকিদার
- আপনাদের কী মনে হয় বলুন চৌকিদার কী?
- এই চৌকিদার দেশ চালাতে পারবে?
- কালো টাকা এনে 15 লাখ করে দেবে বলেছিল। পেয়েছেন?
- 10 কোটি চাকরি পেয়েছেন? সব ভাওতা
- অন্ধ্রে BJP জ়িরো। কেরলে জ়িরো।
- উত্তরপ্রদেশে এবার 20টিও আসন পাবে না
- তাই ওরা এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছে। বকবক করছে। হিন্দু-মুসলমান করছে
- RSS বলেছে, হিন্দুরা না কি সব ওদেরকে ভোট দেবে
- আমি মানি না, আমি মা কালীকে মানি, মা দুর্গাকে মানি, রামকৃষ্ণ মিশনের হিন্দুত্ব মানি
- পুজো করি, ইদের সময় দোয়া করি, বড়দিনে চার্চে যাই, গুরুদোয়ারাতে যাই
- আমাকে মেরে ফেললেও আমি ভাগাভাগি হতে দেব না
- BJP-কে দেশ ভাঙতে দেব না। রাজ্য, বাংলা ভাঙতে দেব না। হিন্দু-মুসলমানকে ভাঙতে দেব না
- মালদায় অনেক কাজ করেছি। ভূতনি ব্রিজ, মালদা মেডিকেলে চাইল্ড ও মাদার হাব। সুজাপুরে একই হাব
- মালদায় এয়ারপোর্ট হচ্ছে। পাগলা নদীর ব্রিজ সহ আরও ব্রিজ হচ্ছে
- মাদ্রাসা থেকে শুরু করে অনেক কাজ করেছি। সব করে দিয়েছি
- সুযোগ আসলে মৌসম ও মোয়াজ্জেমকে নিয়ে আরও কাজ করব
- আপনারা আমাদের ভোট দিন
- বাংলায় 42-এ 42
- গত বিধানসভা নির্বাচনে একটা আসনও দেননি
- কিন্তু, তাও মালদার জন্য সব কাজ করে গেছি
- কিষাণদের খাজনা মকুব হয়েছে
- শস্যবিমা বিনা পয়সায় করে দিয়েছি
- বাকি যেটুকু আছে সেটাও করব
- CPI(M) আমলের 50 হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে
- একটাই রিকোয়েস্ট। বার বার কংগ্রেস নয়, CPI(M) নয়
- CPI(M) থেকে BJP-তে গিয়ে বড় নেতা হয়েছে
- মৌসমকে ভোট দিন। ও কাজ করবে তা বলতে পারি
- গতবারের আগের বছর মালদায় বন্যা হয়েছিল। আমি এসেছিলাম
- গাজোলে চাঁদ শেখের স্ত্রীকে পুড়িয়ে মেরেছিল। আমি এসেছিলাম
- মালদার আম ইউরোপে বিক্রি করার জন্য সেন্টার করছি
- মালদা এগোচ্ছে। আরও এগোবে। আরও কাজ করতে পারি
- আমি রেলমন্ত্রী থাকাকালীন অনেক চেষ্টা করছি মালদার জন্য
- এবার দেশের স্বার্থে, দশের স্বার্থে তৃণমূলকে ভোট দিন
- মনে রাখবেন বাংলায় একটি ভোটও অন্যকে নয়
- এখন আর বরকত সাহেব নেই
- বরকত সাহেব অসুস্থ হতে আমি তাঁকে হাসপাতালে ভরতি করেছিলাম
- মৌসম তো তারই পরিবারের একজন
- ডালুদাকে ভোট দিতে হবে কেন? কিচ্ছু করে না
- শুধু ছেলেকে নিয়ে দিল্লিতে বসে থাকে
- মৌসম শিক্ষিত মেয়ে, বাচ্চা মেয়ে। আমি ছোটোদের তুলতে চাই
- মৌসম জিতলে আমি মালদার কথা বুঝে নেব। ভাবতে হবে না
- এখানে কংগ্রেস, BJP-কে হারিয়ে দিন
- তৃণমূলকে জিতিয়ে দিন
- BJP-কে বাংলায় পরাস্ত করবে
- কোনও চক্রান্ত করে লাভ নেই
- কোথাও কোথাও সন্ধ্যায় টাকা দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে টাকা বিলোচ্ছে
- খাবার পেলে খেয়ে নেবেন, তারপর বাটিটা উলটে দেবেন
- মানে ভোটটা দেবেন না
- আপনারা সকলে ভালো থাকুন। সবাই নিশ্চিন্তে থাকুন
- আমরা পালিয়ে যাওয়ার লোক নই
- দাঙ্গা বাধানোর ধর্ম আমাদের নয়। আমরা সবাইকে নিয়ে চল
- চমকে ধমকে হবে না। মোদিবাবু মনে রাখবেন
- আমরা সংঘর্ষ চাই না। অশান্তি চাই না
- সেন্ট্রাল ফোর্সের কাছে আবেদন আপনারা পুলিশের সঙ্গে তাল মিলিয়ে কাজ করুন
- কিন্তু, বর্ডারে কাউকে উত্যক্ত করবেন না
- আই লাভ অল অফ ইউ
- আজ ওরা সরকারে আছে, আগামীতে আমরা আসব
- আমরা আমাদের ফোর্সকে কিছু বলি না। আপনাদেরও বলব না
- কিন্তু BJP-র কথায় চলবেন না
- জওয়ানদের স্যালিউট জানাই
- আমরা শহিদদের সম্মান জানিয়ে বলি, দেশ ভালো থাকুক
Last Updated : Apr 19, 2019, 8:12 AM IST