হালিশহর, 19 মে : BJP সমর্থকদের বহিরাগত তকমা লাগিয়ে মারধর করার অভিযোগ উঠল ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী । তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে ।
ভাটপাড়া বিধানসভার 9 নম্বর ওয়ার্ডের 37, 38 ও 39 নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল । অভিযোগ ওঠে, স্থানীয় BJP সমর্থকদের মারধর করেছেন মদন । তার জেরে কয়েকজন মহিলা জখম হন । বুথের বাইরে এক বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।