পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ভোট দিয়ে VVPAT-টা দেখে নিন : অর্পিতা - Bengal

নির্বিঘ্নে ভোট দিচ্ছে মানুষ, ভোট দেওয়ার পর VVPAT দেখে নিন : অর্পিতা

অর্পিতা ঘোষ

By

Published : Apr 23, 2019, 8:58 AM IST

Updated : Apr 23, 2019, 9:16 AM IST

বালুরঘাট, 23 এপ্রিল : "অনেক জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি । দু-একটি জায়গা থেকে অভিযোগও পেয়েছি । ইটাহারেও অনেক EVM খারাপের খবর এসেছে । বিষয়টি আমরা প্রশাসনকে দেখতে বলেছি । একটা বিষয় আমরা নিশ্চিত করতে চাইছি যে, মানুষ ভোট দিয়ে যেন VVPAT-টা দেখে নেন। যেখানে দিচ্ছেন সেটা দেখে নেবেন।" একথা বলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ ।

তৃতীয় দফার ভোটগ্রহণ শুরুর পর থেকেই ময়দানে নেমে পড়েছেন অর্পিতা । বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে ঘুরে দেখেছেন । মানুষের উৎসাহ কেমন দেখলেন? সে প্রসঙ্গে অর্পিতা বলেন, "মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে । এটা ভালো লক্ষণ । মানুষ নির্বিঘ্নে ভোট দিক এটাই চাইছি ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

অশোকগ্রামে BJP অভিযোগ তুলছে, তাদের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। সে প্রসঙ্গে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বলেন, "অশোকগ্রামে BJP-র পোলিং এজেন্ট রয়েছে যে বুথে ঢুকতে পারবে ? ওদের পোলিং এজেন্টকে দেখাক । ফ্ল্যাগ লাগানোর লোক পায়নি, আবার নাকি পোলিং এজেন্ট ! আমরা কোথাও আটকাব না। যত পারে পোলিং এজেন্ট দিক। কোনও অসুবিধা নেই ।"

অপরদিকে, অর্পিতার দাবি, তাঁর কেন্দ্রে কোনও অশান্তির সম্ভাবনা নেই । তা নিয়ে অর্পিতা বলেন, "80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । আমার মনে হয়, গন্ডগোলের সম্ভাবনা নেই ।"

Last Updated : Apr 23, 2019, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details