বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা 2734 ভোটে পিছিয়ে রয়েছেন । আলিপুরদুয়ারে 2,10,458 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 19,397 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 37 হাজার ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী খগেন মুর্মু । মুর্শিদাবাদে 1,54,266 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । কলকাতা উত্তরে 93,605 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 84,720 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরে 94,199 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কাঁথিতে 1,06,905 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । ঝাড়গ্রামে 13,726 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুনার হেমব্রম । পুরুলিয়ায় 1,42,872 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত । বাঁকুড়ায় 1,50,090 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । বিষ্ণুপুরে 76,528 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।