পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

অত্রি ভট্টাচার্যকে সরাল নির্বাচন কমিশন - Model Code of Conduct

রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরাল নির্বাচন কমিশন

ছবি সৌজন্যে : ফেসবুক

By

Published : May 15, 2019, 7:49 PM IST

Updated : May 15, 2019, 11:12 PM IST

কলকাতা, 15 মে : নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোর জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন । আজ সন্ধ্যায় কমিশন এই নির্দেশ জারি করে । আপাতত মুখ্য সচিব মলয় দে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাবেন । আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কমিশনের তরফে বলা হয়, "নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোর জন্য অবিলম্বে অত্রি ভট্টাচার্যকে সরানো হল । "

উল্লেখ্য, গতকাল স্বরাষ্ট্র সচিব নির্বাচন কমিশনকে চিঠি লিখে আবেদন করেছিলেন, কুইক রেসপন্স টিমে যেন রাজ্য পুলিশকে রাখা হয় । তিনি লেখেন, "এখনও পর্যন্ত রাজ্যে ভোটে পাঁচ জায়গায় ( গোপীবল্লভপুর, ময়না, সবং, বিষ্ণুপুর এবং ভগবানপুর) গুলি চলেছে । লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার, এমনকী তাদের উপর লাঠিচার্জও করা হয় । আইনশৃঙ্খলা রক্ষার নামে বাড়াবাড়ি করছে কেন্দ্রীয় বাহিনী । এর জেরে ভোটাররা আতঙ্কিত বোধ করেন । "

কমিশনের নির্দেশ

স্বরাষ্ট্র সচিবের অভিযোগ, চতুর্থ দফার ভোটে বীরভূমের পানরুই ও দুবরাজপুরে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এছাড়া নদিয়ার থানাপাড়া ও হরিণঘাটায় লোকজনকে মারধর করা হয় । চতুর্থ দফায় নদিয়ার করিমপুরে বুথ থেকে 200 মিটার দূরে দাঁড়িয়েও ভোটারদের মার খেতে হয় বলে অভিযোগ । পঞ্চম দফায় হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপর বল প্রয়োগ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ষষ্ঠ দফার ভোটেও রাজ্যের একাধিক জায়গায় গুলি চালানো ও লাঠিচার্জের ঘটনা ঘটে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আরও অভিযোগ, তারা বুথের ভিতরে ঢুকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে ।

স্বরাষ্ট্র সচিব চিঠিতে আরও লেখেন, "এই বিষয়ে আপনারাও সম্মত হবেন যে, নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তবে সংশ্লিষ্ট এলাকা ও পরিস্থিতি বোঝার জন্য এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের থাকারও প্রয়োজনীয়তা রয়েছে । ষষ্ঠ দফায় রাজ্যের পুলিশকে QRT - তে রাখা হয়নি। ফলে অনেক জায়গায় QRT পৌঁছাতে পারেনি । তাই অনুরোধ করা হচ্ছে, পরের দফায় QRT পরিচালনায় রাজ্য পুলিশের বিষয়টি বিবেচনা করা হোক । তারপরই আজ স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে নির্বাচন কমিশন ।

Last Updated : May 15, 2019, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details