পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

নির্বাচন কমিশন যোগ্য লোককে যোগ্য জায়গায় আনছে : রাহুল সিনহা

কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার বদলির বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করছেন BJP নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহা

By

Published : Apr 6, 2019, 8:38 PM IST

Updated : Apr 6, 2019, 9:17 PM IST

কলকাতা, 6 এপ্রিল : "নির্বাচন কমিশন যোগ্য লোককে যোগ্য জায়গায় আনছে। যদি জনগণের নির্বাচন করাতে হয় তাহলে এছাড়া কোনও উপায় ছিল না। যে চারজন IPS অফিসারকে সরানো হয়েছে তাঁদের বিরুদ্ধে দলতন্ত্রের প্রচুর নিদর্শন রয়েছে। সমস্ত অভিযোগ দেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।" কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার বদলি প্রসঙ্গে আজ একথা বলেন BJP নেতা রাহুল সিনহা।

ভিডিয়োয় শুনুন রাহুল সিনহার বক্তব্য

রাহুল বলেন, "শুধু BJP নয়, অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কমিশনের কাজে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যথার্থ কাজ করেছে নির্বাচন কমিশন। আরও কিছু আধিকারিক আছেন। তাঁদের চৈতন্য না হলে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের।"

কলকাতার পুলিশ কমিশনার বদলিতে রাহুল সিনহা বলেন, "কলকাতার পুলিশ কমিশনার যিনি এখন আছেন আর আগে যিনি ছিলেন সেক্ষেত্রে শুধু লোকটার পরিবর্তন হয়েছে। রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পর তাঁর জায়গায় আসেন অনুজ শর্মা। শুধু লোকটা বদলেছে, কিন্তু ছায়াটা একই রয়ে গেছে।" তিনি আরও বলেন, "সল্টলেকের কমিশনার জ্ঞানবন্ত সিং তো মানুষের সেবার চেয়ে স্মাগলারকে বাঁচানোর কাজ বেশি করে। স্মাগলারের কাছ থেকে যাতে কাস্টমস সোনা নিতে না পারে তার জন্য কাস্টমসকে ভয় দেখায়। তাই নির্বাচন কমিশন যোগ্য লোককে যোগ্য জায়গায় আনছে।"

Last Updated : Apr 6, 2019, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details