কলকাতা, 28 এপ্রিল : কাল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হবে । পাশাপাশি, তাঁর ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে । সেইসঙ্গে চলবে ভিডিয়োগ্রাফি । থাকবেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট । চারিদিক ঘিরে থাকবে সেন্ট্রাল ফোর্স । নির্বাচন কমিশনের তরফে এই খবর জানানো হয়েছে । ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে অনুব্রতর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে ।
ভোটে নজরবন্দী অনুব্রত, ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা - Election Commission
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হবে ।
প্রতিবার ভোটের দিন সকাল থেকে দলীয় কার্যালয়ে বসেন অনুব্রত । সেখানে থেকেই দলের অঞ্চল সভাপতি, অন্য নেতাদের ফোনে নির্দেশ দেন । সারাদিন দলীয় কার্যালয়েই থাকেন তিনি । বিরোধীদের বক্তব্য ছিল, বিধানসভা ভোটের সময় অনুব্রতকে নজরবন্দী করা হয়েছিল । কিন্তু, তাঁর ফোন ব্যবহারের উপর কোনও নিষেধাজ্ঞা ছিল না । সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে বসেই "ভোট পরিচালনা" করেছিলেন অনুব্রত । তাই নজরবন্দীর উদ্দেশ্য সফল হয়নি ।
পাশাপাশি, গতকাল ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফে এক কর্মী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গেছিলেন । সেখানে তিনি দাবি করেন, "বীরভূমে নির্বাচনের 36 ঘণ্টা আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হোক। তাঁর সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করা হোক।" এরপরই বীরভূমে ভোটের 12 ঘণ্টা আগে অনুব্রতকে নজরবন্দী করার সিদ্ধান্ত নিল কমিশন ।