বহরমপুর, 24 এপ্রিল : বহরমপুরে BJP সদর কার্যালয়ে ভোট বয়কটের ডাক দিয়ে নকশাল পোস্টার ঘিরে উত্তেজনা । আজ সকালে BJP কার্যালয়ের দেওয়াল জুড়ে দেখা গেছে CPI(ML)-এর পোস্টার । দিলীপ ঘোষ, অমিত শাহর ছবির উপরেও একই পোস্টার সেঁটে দেওয়া হয়েছে । তদন্ত চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে BJP নেতৃত্ব ।
অমিত, দিলীপের ছবির উপর CPI(ML)-এর পোস্টার; ভোট বয়কটের ডাক - dilip ghosh
আজ সকালে BJP কার্যালয়ের দেওয়াল জুড়ে দেখা গেছে CPI(ML) পোস্টার । বহরমপুরে BJP সদর কার্যালয়ে ভোট বয়কটের ডাক দেওয়া নকশাল পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ।
BJP সদর কার্যালয়ে ভোট বয়কটের ডাক দিয়ে নকশাল পোস্টার
BJP নেতাদের দাবি, গতকাল মুর্শিদাবাদে দুটি কেন্দ্রে নির্বাচন ছিল । তাই, সাড়ে বারোটা পর্যন্ত খোলা ছিল বহরমপুরের জেলা সদর কার্যালয় । তারপরেই এই পোস্টার লাগানো হয়েছে ।
পোস্টারে লেখা, "লুটেরাদের অনুচর নির্বাচিত করার লোকসভা ভোট বয়কট করুন ।" জেলায় দুটো আসনে ভোটের আগে এরকম কোনও পোস্টার না পড়লেও হঠাৎ বহরমপুর কেন্দ্রে নির্বাচনের আগে কেন এই পোস্টার ?