বসিরহাট, 12 এপ্রিল : তিন তালাক নিয়ে স্ববিরোধী বক্তব্য বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। গতকাল ভোটপ্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তিন তালাকের দু'টি ভাগ আছে। আমার দল যেটুকু সমর্থন করে, আমি সেটুকু সমর্থন করি। বাকিটা করি না।" সন্দেশখালির সুন্দরবনের ছোটো কলাগাছি নদীতে প্রচার করেন তিনি। সঙ্গে কোরাকাটি রাস্তায় খোলা জিপে রোড শোও করেন। পরে সন্দেশখালি, বড় সেহারা ও ন্যাজাটে সভা করেন। কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমে নুসরত জানিয়েছিলেন, তিন তালাক বিলকে তিনি সমর্থন করেন।
তিন তালাক নিয়ে স্ববিরোধী মন্তব্য নুসরতের
তিন তালাক নিয়ে স্ববিরোধী মন্তব্য বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। গতকাল সন্দেশখালির সুন্দরবনের ছোটো কলাগাছি নদী এলাকায় প্রচারে যান। জিপে রোড শোও করেন।
গতকালের নুসরতের প্রচার কর্মসূচিতে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক সুকুমার মাহাত, সাজান শেখ-সহ স্থানীয় নেতা-কর্মীরা। প্রার্থী নিজেই এই জনসভা থেকে একটি মোবাইল নম্বর দেন। বলেন, "২৪ ঘণ্টা নম্বরটা খোলা থাকবে আপনাদের জন্য। আপনাদের সুবিধা-অসুবিধা সব কিছু আমাকে জানাতে পারবেন। দ্রুত ব্যবস্থা নেব সুন্দরবন মানুষের জন্য। কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো দ্রুত শেষ হবে। যেহেতু নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। তাই, এখন বেশি কিছু বলব না।"
পাশাপাশি তিনি আরও বলেন, "সুন্দরবনে অনেক উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নকে আরও বেশি অগ্রগতি দিতে মানুষের সুবিধা ও অসুবিধায় তৃণমূল দল আপনাদের পাশে আছে। সুন্দরবনের মানুষ যেন আরও বেশি করে দু'টাকা কেজি চাল ছাড়া আমার বাড়ি প্রকল্পে ঘর, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান তা দেখা হবে। আরও নতুন কী কী প্রকল্প গ্রহণ করা যায়, সেটাও নজর রাখছেন আমাদের দলনেত্রী।"