জামুড়িয়া, 9 এপ্রিল : ভোট প্রচারে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়ালেন আসানসোল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। তাদের সঙ্গে ধস্তাধস্তিও হয় বাবুলের। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জামুড়িয়ায় ভোট প্রচারে গিয়ে বচসায় জড়ালেন বাবুল সুপ্রিয় - police
জামুড়িয়ায় ভোট প্রচারে গিয়ে বচসা ও ধস্তাধস্তিতে জড়ালেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ জামুড়িয়ায় ভোটের প্রচার করছিলেন বাবুল সুপ্রিয়। সেই সময় শ্রীপুর এলাকায় কয়েকজন বাবুলের প্রচার গাড়ির কাছে এসে ঝামেলা শুরু করে। পরে গাড়ি থেকে নেমে আসেন বাবুল এবং বচসায় জড়িয়ে পড়েন। তাদের সঙ্গে ধস্তাধস্তিও হয় বাবুলের। খবর পেয়ে পুলিশ যায় সেখানে। গোটা ঘটনাটি ঘটেছে রাজ্য পুলিশের সামনেই। ধস্তাধস্তির জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় BJP-র ভোট প্রচার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উল্লেখ্য, আজ আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি ভোট প্রচারে বের হয়ে আক্রান্ত হন। এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।