পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ডোমকলে বোমাবাজি, জখম তৃণমূল কর্মী - bombing

বোমাবাজি চলল ডোমকলের টিকটিকিপাড়ায়। জখম হয়েছেন মজিনুল মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী।

মজিনুল মণ্ডল

By

Published : Apr 23, 2019, 12:43 PM IST

Updated : Apr 23, 2019, 2:11 PM IST

ডোমকল, 23 এপ্রিল : বোমাবাজি চলল ডোমকলের টিকটিকিপাড়ায়। জখম হয়েছেন মজিনুল মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে ডোমকল স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বোমাবাজির ঘটনায় অভিযুক্ত কংগ্রেস । যদিও কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বোমাবাজি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ।

দেখুন ভিডিয়ো

নিজামুল মণ্ডল বলেন, "আমার বাড়িতে বোমা মারা হয়। ইটও ছোড়া হয়। আমি ডোমকল থানায় অভিযোগ দায়ের করেছি। ওরা সব কংগ্রসের লোকজন। সুকুর, আলমগির, সাইদুলরা এই কাজ করেছে।" অন্যদিকে কংগ্রেসের দাবি স্থানীয় তৃণমূল কর্মীরাই বোমা মেরেছে ।

যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে ।

Last Updated : Apr 23, 2019, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details