পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বারাসতে BJP-র নির্বাচনী কার্যালয়ে হামলা - flex and flags on fire

দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লিতে BJP-র নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । BJP-র অভিযোগ প্রার্থীর সমর্থনে ব‍্যানার, ফ্লেক্স, দলীয় পতাকা ছিঁড়ে তাতে আগুন‌ ধরিয়ে দেয় হামলাকারীরা ।

BJP

By

Published : May 11, 2019, 11:05 AM IST

বারাসত, 11 মে : BJP-র নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ব‍্যানার, ফ্লেক্সে আগুন ধরিয়ে দে‌ওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার দত্তপুকুরের ঘটনা।

দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লিতে বারাসত কেন্দ্রের BJP প্রার্থী মৃণালকান্তি দেবনাথের প্রচারের জন্য একটি নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল । এখান থেকেই BJP-র নীলগঞ্জ মণ্ডলে নির্বাচনের যাবতীয় কাজ পরিচালনা করা হত । গতকাল‌ প্রচার‌ের পরই ওই কার্যালয়ে হামলা চালানো হয়।

দলীয় পতাকা ছিঁড়ে তা ড্রেনে ফেলে দেওয়া হয়

এই বিষয়ে BJP যুব মোর্চার সহ-সভাপতি সুপর্ণা রায় বলেন, "গতরাত সাড়ে বারোটা নাগাদ ওই নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।" তিনি আরও বলেন, "কার্যালয়ের ভেতরে থাকা যাবতীয় জিনিস তছনছ করা হয় । প্রার্থীর সমর্থনে ব‍্যানার, ফ্লেক্স, দলীয় পতাকা ছিঁড়ে তাতে আগুন‌ ধরিয়ে দেয় হামলাকারীরা । তারপর তা ড্রেনে ফেলে দেওয়া হয় । বাদ যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি‌ও ।"

আজ সকালে ওই নির্বাচনী কার্যালয় পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজেশ শর্মা । বলেন, "তৃণমূল 19 মে-র ভোটের আগে বারাসত কেন্দ্রের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে । ওরা এতটাই ভয় পেয়েছে, যে আমাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিতেও ওদের হাত কাঁপছে না । আমরা রাতে‌ই এই বিষয়ে দত্তপুকুর থানায় অভিযোগ জানিয়েছি । কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোন‌ও ব্যবস্থা নেয়নি । 24 ঘণ্টা সময়সীমা দে‌ওয়া হয়েছে পুলিশকে । তার মধ্যে যদি কোন‌ও ব্যবস্থা না নে‌ওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

প্রার্থীর সমর্থনে ফ্লেক্সে আগুন‌ ধরিয়ে দেয় হামলাকারীরা

যদিও, সব অভিযোগ অস্বীকার করে পাল্টা BJP-র বিরুদ্ধেই সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় । তাঁর বক্তব্য, "ওরা‌ই নিজেদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে । তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোন‌ও সম্পর্ক নেই ।"

দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details