কেশপুর, 12 মে : বুথের মধ্যে মোবাইলে ছবি তুললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । তাঁর বিরুদ্ধে জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন । ঘটনাটি কেশপুরের পীপুরদা প্রাথমিক বিদ্যালয়ে 139 নম্বর বুথের ।
এজেন্টকে অপহরণের খবর পেয়ে বুথে ভারতী, মোবাইলে ছবি তুলে বিতর্কে
ভারতীর বিরুদ্ধে জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন ।
কেশপুরের ববছরির 139 নম্বর বুথের BJP এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে যান ভারতী । সেই সময়, বুথে ঢুকে মোবাইলে ছবি তোলেন তিনি । বিষয়টি কমিশনের নজরে আনা হয় । তাঁর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন । প্রিজ়াইডিং অফিসারকে শোকজ়ও করা হতে পারে ।
ভারতী ঘোষ বলেন, "আমাদের এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাই । এসে দেখি, এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না । প্রিজ়াইডিং অফিসারকে জিজ্ঞাসা করি । বুথের মধ্যে একসঙ্গে ৬-৭ জন ভোট দিতে যাচ্ছিল । "