কলকাতা, 5 মে : 17 মে কলকাতায় রোড-শো করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ধর্মতলা মেট্রো চ্যানেল থেকে এই রোড-শো শুরু হয়ে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে শেষ হবে ।
17 মে কলকাতায় রোড-শো অমিত শাহের - Narendra Modi
রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটের আগে 17 মে প্রচারের শেষদিন । BJP নেতাদের বক্তব্য, অমিত শাহর রোড-শোর দিন কলকাতা কার্যত অচল হয়ে যাবে ।
19 মে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট । তার আগে BJP-র পালে হাওয়া দিতে 15 থেকে 17 মে’র মধ্যে কলকাতায় দুই প্রান্তে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দিয়ে রোড-শো করাতে চেয়েছিল BJP । আপাতত, প্রচারের শেষদিন তথা 17 মে অমিত শাহর রোড-শোর বিষয়টি চূড়ান্ত হয়েছে । BJP সূত্রে খবর, হুড খোলা জিপে থাকবেন অমিত । কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা রোড-শোতে অংশগ্রহণ করবেন ।
ইতিমধ্যে দিল্লি থেকে রোড-শোর প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য BJP নেতৃত্বকে । রোড-শোর জন্য ইতিমধ্যে দিল্লি থেকে বিশেষ বাহিনী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছে । BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিত শাহের রোড- শো চূড়ান্ত হয়ে গেছে । " BJP নেতাদের বক্তব্য, অমিত শাহর রোড-শোর দিন কলকাতা কার্যত অচল হয়ে যাবে । কারণ সেদিন তিন লাখ মানুষ আনার টার্গেট নেওয়া হয়েছে ।