পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

শান্তিতেই চলছে চতুর্থ দফার ভোট : অজয় নায়েক - west begal

চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজ়ারভার অজয় নায়েক।

অজয় নায়েক

By

Published : Apr 29, 2019, 3:19 PM IST

কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে । রাজ্যে 8টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে । দুপুর 2টো পর্যন্ত কমিশনে 1173টি অভিযোগ জমা পড়েছে । চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজ়ারভার অজয় নায়েক। আজ বীরভূম থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে । নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে । বাকি যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে ।"

মঙ্গলকোটের গিধ গ্রামে 272/269 বুথে EVM খারাপ । 37 শতাংশ ভোটগ্রহণের পর বিকল হয়ে যায় EVM । বহরমপুর কেন্দ্রে অনেক বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে । পাশিপাশি দুবরাজপুরে একটি বুথে গুলি চলার অভিযোগও সামনে এসেছে । বাবুল সুপ্রিয় গাড়িতে ভাঙচুর হয়েছে । এই সব বুথে পুননির্বাচন হবে কি না জানতে চাওয়া হলে অজয় নায়েক বলেন, "কোথায় কোথায় কী হয়েছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব । যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব । কোনও তাড়াহুড়ো নেই । সময় মত সব সিদ্ধান্ত নেব ।"

ABOUT THE AUTHOR

...view details