পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

নবীন পটনায়েক ও কুমারস্বামীর হেলিকপ্টারে তল্লাশি - karnataka

গত 48 ঘণ্টায় ওড়িশায় ক্ষমতাসীন BJD সুপ্রিমো নবীন পটনায়েকের হেলিকপ্টার, কর্নাটকের JD(S) নেতা এইচ ডি কুমারস্বামীর হেলিকপ্টার, DMK নেত্রী কানিমোঝির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কমিশনের আধিকারিকরা।

নবীন পটনায়েক

By

Published : Apr 17, 2019, 7:17 PM IST

রাউরকেল্লা, 17 এপ্রিল : দ্বিতীয় দফার ভোটের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারই মাঝে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কয়্যাড রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে গত 48 ঘণ্টায় ওড়িশায় ক্ষমতাসীন BJD সুপ্রিমো নবীন পটনায়েকের হেলিকপ্টার, কর্নাটকের JD(S) নেতা এইচ ডি কুমারস্বামীর হেলিকপ্টার, DMK নেত্রী কানিমোঝির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কমিশনের আধিকারিকরা।

এইচ ডি কুমারস্বামী

আজ রাউরকেল্লা থেকে নবীন পটনায়েকের হেলিকপ্টারটি টেক অফের সময় তা থামিয়ে তল্লাশি চালান ফ্লাইং স্কয়্যাডের আধিকারিকরা। হেলিপ্যাডেই তাঁর ব্যাগপত্র স্ক্যান করা হয়। তল্লাশি চলাকালীন হেলিকপ্টরেই বসেছিলেন নবীন। আপত্তিজনক কিছু খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা।

এদিকে আজ শিবামোগ্গায় কুমারস্বামীর হেলিকপ্টার নামার সময় ফ্লাইং স্কয়্যাডের আধিকারিকরা পৌঁছে যান সেখানে। চালানো হয় তল্লাশি। সেখান থেকেও কিছু মেলেনি।

ABOUT THE AUTHOR

...view details