পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বারাণসীতে রোড শো মোদির - congress

বারাণসীতে রোড শো করলেন নরেন্দ্র মোদি।

মোদি

By

Published : Apr 25, 2019, 4:48 PM IST

Updated : Apr 25, 2019, 8:46 PM IST

বারাণসী, 25 এপ্রিল : বারাণসীতে রোড শো করলেন নরেন্দ্র মোদি। এই রোড শো তাঁর লোকসভা কেন্দ্রের প্রধান এলাকাগুলির মধ্য দিয়ে দশাশ্বমেধ ঘাটে পৌঁছায়। সেখানে গঙ্গা আরতি করেন মোদি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই রোড শো শুরু হয়।

শুরু মোদির রোড শো

  • আরতি শেষ করলেন মোদি
    আরতি করছেন মোদি
  • দশাশ্বমেধ ঘাটে আরতি করছেন মোদি
  • এরপর গঙ্গা আরতি করবেন মোদি
    মোদি ও আদিত্যনাথ
  • আসসি এলাকায় BJP সমর্থকদের উচ্ছ্বাস। উপচে পড়ছে ভিড়
  • লঙ্কা থেকে শুরু করে মোদির রোড শো আসসি,ভাদিনি, সোনারপুরা, মদনপুরা, গোদোলিয়া হয়ে দশাশ্নমেধ ঘাটের দিকে এগোচ্ছে
    দশাশ্বমেধ ঘাট
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রোড শো শুরু করলেন মোদি
    মোদি
  • মদনমোহন মালব্যর মূর্তিতে মাল্যদান করলেন
  • মঞ্চে উঠলেন মোদি
  • বারাণসী বিমানবন্দরে পৌঁছালেন মোদি
Last Updated : Apr 25, 2019, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details