পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

একটি ভোট দেশের উন্নয়নের পথ গড়ে দেবে ; টুইটবার্তা মোদির - Seventh Phase Election

আজ বারাণসীতে ভাগ্য পরীক্ষা নরেন্দ্র মোদিরও । তার আগে টুইট করেন তিনি ।

নরেন্দ্র মোদি

By

Published : May 19, 2019, 8:17 AM IST

দিল্লি, 19 মে : সপ্তম দফার নির্বাচনে মানুষকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানালেন নরেন্দ্র মোদি । পাশাপাশি, নতুন ভোটারদেরও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার আর্জি জানান ।

সকালে একটি টুইটে মোদি লেখেন, "আজ 2019 সালের লোকসভা নির্বাচনের শেষ দফা । এই দফার নির্বাচনে যারা ভোট দিচ্ছেন, তাঁদের কাছে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি । আপনাদের একটি ভোট দেশের উন্নয়নের পথ গড়ে দেবে । আমার আশা, নতুন ভোটাররাও উৎসাহের সঙ্গে ভোট দেবেন ।"

দেশের 59টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফার নির্বাচন চলছে । উত্তরপ্রদেশের 13টি, বিহারের আটটি, চণ্ডীগড়ের একটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি ও পশ্চিমবঙ্গের ন'টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে । বারাণসী থেকে আজ ভাগ্য নির্ধারণ খোদ মোদিরও ।

ABOUT THE AUTHOR

...view details