দিল্লি, 11 এপ্রিল : প্রাণনাশের আশঙ্কা আছে রাহুল গান্ধির। এ নিয়ে রাজনাথ সিংকে চিঠি পাঠাল কংগ্রেস। গতকাল আমেথিতে মনোনয়ন জমা দিতে যান রাহুল গান্ধি। সেখানে তাঁর কপালে লেজ়ারের আলো ফেলা হয় বলে অভিযোগ। যা নিয়ে সরব কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠিও পাঠানো হয়েছে। সেইসঙ্গে একটি ভিডিয়ো ফুটেজ পাঠানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অন্তত সাতবার রাহুলের কপালে লেজ়ারের আলো ফুটে উঠেছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের গাফিলতির দিকটিও তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত গতকাল আমেথি কেন্দ্রে নিজের মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেই সময় রাহুলের কপালে লেজ়ারের আলো পড়তে দেখা যায়। এই ঘটনার তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে SPG-র সঙ্গে কথা বলেছে। এবং লেজ়ারের আলোটি মোবাইল ফোন থেকে এসেছে।