পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কংগ্রেস কি কাশ্মীরি পণ্ডিতদের সুবিচার দিতে পারবে ? প্রশ্ন মোদির - abdullah

আজ জম্মুর কাঠুয়াতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে মোদি বলেন, "আমি কংগ্রেসকেই জিজ্ঞাসা করতে চাই, ৬০ বছর ধরে তারা যে অবিচার করেছে তা বদলাবে কে?"

মোদি

By

Published : Apr 14, 2019, 4:38 PM IST

জম্মু, ১৪ এপ্রিল : আজ জম্মুর কাঠুয়াতে এক নির্বাচনী জনসভায় গিয়ে কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি আশ্বাস দেন, ক্ষমতায় ফিরলে কাশ্মীরি পণ্ডিতদের দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে দেবেন।

আজকের সভায় মোদি বলেন, "কংগ্রেস ও বিভিন্ন সময়ে তাদের জোট রাজনীতির স্বার্থে কাশ্মীরি পণ্ডিতদের ঘর-বাড়ি ছাড়া হতে হয়েছে। তাদের উপর কোনও অত্যাচার চোখে পড়েনি কংগ্রেসের।" পাশাপাশি কংগ্রেসের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে মোদি বলেন, "আমি কংগ্রেসকেই জিজ্ঞাসা করতে চাই, ৬০ বছর ধরে তারা যে অবিচার করেছে তা বদলাবে কে? কংগ্রেস কি কাশ্মীরি পণ্ডিতদের সুবিচার দিতে পারবে? ১৯৮৪ সালের দাঙ্গাতে প্রভাবিতদের কে বিচার দেবে?"

সভা থেকে হিন্দু পণ্ডিতদের আবেগকে BJP-র দিকে টানতেই এই প্রসঙ্গ তুলেছিলেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ২০১৪-তে হওয়া জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ২৫টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাদের এই ভাল ফলের কারণ ছিল জম্মুতে সবকটি আসন নিজেদের দখলে নিতে পারা। এই লোকসভা নির্বাচনেও সেই ভোটব্যাঙ্ক ধরে রাখতে চাইছে BJP।

গতবছর BJP-PDP জোট ভেঙেছে। BJP-র বিরুদ্ধ সরব হয়েছে ফারুক ও ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। দিন কয়েক আগেই কাশ্মীরিদের জন্য পৃথক প্রধানমন্ত্রীর দাবি জানান ওমর আবদুল্লা। আজ জম্মু-কাশ্মীরে প্রচারে গিয়ে ওমরের বিরুদ্ধে সোচ্চার হন নরেন্দ্র মোদি। মোদি বলেন, "আবদুল্লা ও মুফতি পরিবার বিগত তিন দশক ধরে জম্মু কাশ্মীরের জনগণের জীবন নষ্ট করেছে। একমাত্র এরা চলে গেলেই এই রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।"

ABOUT THE AUTHOR

...view details