পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

তৃণমূল-বিজেপি সংঘর্ষ সিতাই-এ, আহত ছয় ৷ - CLASH

তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভা কেন্দ্র ৷

CLASH
তৃণমূল-বিজেপি সংঘর্ষ সিতাই বিধানসভায়, উত্তপ্ত এলাকা ৷

By

Published : Apr 5, 2021, 6:19 PM IST

সিতাই, 5 এপ্রিল : অশান্তি অব্যাহত, দু'দফার ভোটগ্রহণ শেষ আর সেই দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে ৷ এদিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভা কেন্দ্র ৷ ঘটনাস্থল পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানাগুড়ি গ্রাম ৷ শনিবার রাতে এই দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় অন্তত ছয়জন।

ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে ৷ এই ঘটনার জ্বেরে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব একে অপরের বিরুদ্ধেই আঙুল তুলেছে ৷ আর এর মধ্যেই অভিযোগ, পাল্টা অভিযোগ । আহতদের বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতাল চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় । এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত উত্তপ্ত রয়েছে বলে শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই সংঘর্ষের ঘটনা বাড়ছে, অশান্ত হচ্ছে পরিবেশ ৷

তৃণমূল নেতা নুর আলম হোসেনের অভিযোগ তাদের নির্বাচনী বৈঠক ছিল । বৈঠক শেষ করে বাড়ি যাওয়ার সময় বিজেপির 'দুষ্কৃতীরা' তাদের আটকে তাদের উপর হামলা চালায় তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে । ঘটনায় মুবারক আলী মিয়া নামে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এছাড়া আরও দুজন আহত হয়েছে। অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকারের পাল্টা অভিযোগ শনিবার দিনহাটার সংহতি ময়দানে শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার কারণে তাদের মারধর করেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ৷

পাশাপাশি এই ঘটনায় সুজিত রায় সরকার, দেবুপ্রাসাদ রায় সরকার, পরেশ বর্মন নামে ৩ জন গুরুতর আহত হয়েছে । এমনকি সেখানে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলেও অভিযোগ।

এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। রাজনৈতিক কোন্দল বাড়ছে রোজই, যদিও আগের দুই দফায় বেশ তাপমাত্রা উঠেছিল বিভিন্ন কেন্দ্রে, এবার এই এলাকায় কতটা নিয়ন্ত্রণে থাকবে ভোটগ্রহণ তা সময়ই বলবে ৷

For All Latest Updates

TAGGED:

TMCBJPCLASH

ABOUT THE AUTHOR

...view details