মধ্যমগ্রাম, 2 মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই শাসকদলের বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল ৷ উঠেছে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগও ৷ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের শ্রীনগর এলাকায় ৷
বিজেপির অভিযোগ,শুধুমাত্র দলীয় কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা বা ভাঙচুর করাই নয়, তাদের দলীয় কার্যালয়েও রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ৷ এলাকার এক বিজেপি কর্মী জানিয়েছেন, এদিন আচমকাই তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায় তাঁদের বাড়িতে ৷