পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

লক্ষ্য শ্রমিকের ভোট, কারখানার বাইরে প্রচার জোট প্রার্থীর - জোট প্রার্থী

লক্ষ্য ইস্পাত নগরীর শ্রমিকরা ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের মত ঝুলিতে পুরতেই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে প্রচার সভা জোট প্রার্থীর ৷ প্রচার সভা করলেন সিপিএমের আভাস রায়চৌধুরী ৷

west bengal assembly election 2021_Wb_dur_01_ cpim candidate of durgapur east wants to Dsp worker and family vote_7204345
লক্ষ্য শ্রমিকের ভোট, কারখানার বাইরে প্রচার জোট প্রার্থীর

By

Published : Mar 14, 2021, 2:20 PM IST

দুর্গাপুর, 14 মার্চ : কৃষক, শ্রমিক, গরিব, গুর্বো ৷ বরাবরই বামেদের ভোটব্য়াঙ্কের বড় ভরসা তাঁরা ৷ বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলেও সমাজের এই পিছিয়ে পড়া শ্রেণিকে এখনও কাছের লোকই ভাবে বামেরা ৷ তাই ভোট প্রচারেও এঁরাই অন্যতম লক্ষ্য বাম প্রার্থীদের ৷ সেকথা মাথায় রেখেই দুর্গাপুর ইস্পাত কারখানার মূল ফটকের সামনে প্রচার সভা করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী আভাস রায়চৌধুরী ৷

মোদি জমানার অন্যতম এজেন্ডা বিকেন্দ্রীকরণ ৷ একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি মালিকানার হাতে ৷ যাকে ইস্য়ু করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা ৷ আর এবার বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির ৷ অন্যদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আমলেও পশ্চিমবঙ্গে শিল্প-বাণিজ্য শিকেয় উঠেছে বলে অভিযোগ ৷ মূলত এই বিষয়গুলিকে সামনে রেখেই একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে সংযুক্ত জোটের শরিকরা ৷

আরও পড়ুন :পুজো দিয়ে, খোল বাজিয়ে লঞ্চে প্রচার জয়ন্ত

দুর্গাপুরের শিল্পাঞ্চল একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল ৷ তৃণমূল জমানায় ছবিটা বদলাতে শুরু করে ৷ আর এখন সেখানে আধিপত্য় বাড়াচ্ছে পদ্মশিবির ৷ তবুও হাল ছাড়তে নারাজ বামেরা ৷ স্থানীয় শ্রমিক শ্রেণির সমর্থন পেতে বরাবরই এই এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের প্রার্থী করত তারা ৷ এবার অবশ্য় তাতে একটু বদল আনা হয়েছে ৷ তবে সরাসরি ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও কয়লা খনি ও ইস্পাত নগরীর শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনে আভাসের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details