পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বাইক মিছিলে বিধিভঙ্গ, কাঠগড়ায় তৃণমূল - বাইক মিছিল

নির্বাচনী বিধি ভেঙে বাইক মিছিল করার অভিযোগ ৷ কাঠগড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের ঘটনা ৷

west bengal assembly election 2021_wb_ndin_01_tmc_byke_rally_contro_wb10021
বাইক মিছিলে বিধিভঙ্গ, কাঠগড়ায় তৃণমূল

By

Published : Mar 14, 2021, 2:28 PM IST

রায়গঞ্জ, 14 মার্চ : তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ ৷ আদর্শ আচরণ বিধির তোয়াক্কা না করেই বাইকমিছিল ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের ঘটনা ৷

ইটাহারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হুসেন ৷ তাঁর সমর্থনে শনিবার এলাকায় একটি বাইক মিছিল করেন দলের স্থানীয় কর্মী ও সমর্থকরা ৷ অভিযোগ, সেই কর্মসূচিতে মানা হয়নি নির্বাচনী আচরণ বিধি ৷ কমিশনের নির্দিষ্ট করে দেওয়া সংখ্যার তুলনায় অনেক বেশি বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷

আরও পড়ুন :বার্নপুরে নির্বাচনী বিধি ভেঙে বাইক মিছিল, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এই প্রসঙ্গে বলেন, ‘‘তৃণমূল কখনই নিয়ম কানুনের ধার ধারে না ৷ বাইক মিছিলেও নিয়ম মানেনি তারা ৷ আমাদের দল বিষয়টি কমিশনকে জানাবে ৷’’

যদিও তৃণমূল প্রার্থীর দাবি, ‘‘দলের তরফে বাইক মিছিলের আয়োজন করা হয়নি ৷ আমরা কর্মীদের বাইক আনতে বারণও করেছিলাম ৷ কিন্তু তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই নিজেদের বাইক নিয়ে মিছিল করেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details