পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কোচবিহারের ছয় তৃণমূল নেতাকে শোকজ - গোষ্ঠীকোন্দল

দলীয় প্রার্থীর হয়ে প্রচারে না নামায় কোচবিহারের ছয় নেতাকে শোকজ করল তৃণমূল ৷ ফেসবুকে সেই পদক্ষেপের কথা জানান তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ৷ এই ঘটনায় শোরগোল জেলার রাজনৈতিক মহলে ৷

west bengal assembly election 2021_wb_crb_01_tmc_leader_showcause_7205341
কোচবিহারের ছয় তৃণমূল নেতাকে শোকজ

By

Published : Mar 17, 2021, 4:50 PM IST

দিনহাটা, 17 মার্চ : বিধানসভা নির্বাচনে দলের হয়ে কাজ না করার অভিযোগে ছয় নেতাকে শোকজ করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ৷ বুধবার কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় তাঁদের শোকজ করেন। পাশাপাশি, শোকজের বিষয়টি স্থানীয় তৃণমূল নেতাদের জানাতে সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারও করেন তিনি ৷

পার্থপ্রতিমের ফেসবুক পোস্টে শোকজ প্রসঙ্গ ৷

যাঁদের শোকজ করা হয়েছে, সেই তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন, জেলা যুব তৃণমূলের দুই সাধারণ সম্পাদক অজয় রায় ও সাবির সাহা চৌধুরী ৷ সেই সঙ্গে শোকজ করা হয়েছে তৃণমূলের দিনহাটা-2 পঞ্চায়েত সমিতির সদস্য তরণীকান্ত বর্মন, দিনহাটা-2 ব্লক যুব তৃণমূলের সম্পাদক মিলন সেন, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ভাই মীর ইকবাল কবীর এবং স্থানীয় তৃণমূল নেতা বাবলা নন্দী ৷

এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে জেলা তৃণমূলের অন্দরে ৷ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানান, ‘‘দলের হয়ে কাজ না করায় ওই নেতাদের শোকজ করা হয়েছে ৷ তিনদিনের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে ৷ শোকজের উত্তর ঠিকঠাক না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷’’

দল ডাকে না বলেই কর্মসূচিতে যাওয়া হয় না, পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার ৷

যদিও বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, ‘‘আমাকে লিখিতভাবে শোকজ করা হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি ৷ তিনি (পার্থপ্রতিম রায়) এভাবে শোকজ করতে পারেন না ৷ যেহেতু জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক আমাকে নিয়োগপত্র দিয়েছেন, তাই জেলা তৃণমূল সভাপতি আমাকে শোকজ করতে পারেন না ৷’’

আরও পড়ুন :টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী

তৃনমুল যুব কংগ্রেসের নেতা সাবির সাহা চৌধুরী বলেন, ‘‘প্রার্থী ঘোষণার পর তিনি আমাদের প্রচারে নামার ব্যাপারে কোনও দিকনির্দেশ দেননি ৷’’

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহের হয়ে প্রচারে নামেনি দলেরই একাংশ ৷ সেই কারণেই এই নেতাদের শোকজ করা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর ৷

ABOUT THE AUTHOR

...view details