পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে শীতলকুচির তৃণমূল প্রার্থী - হেমচন্দ্র বর্মন

ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল প্রার্থী ! রবিবার দুপুরে বিজেপি নেতা হেমচন্দ্র বর্মনের বাড়িতে যান শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ নির্বাচন নিয়ে আলোচনাও হয় ৷ দু’পক্ষেরই এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ ৷

west bengal assembly election 2021_wb_crb_05_tmc_candidate_bjp_leader_house_7205341
ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল প্রার্থী

By

Published : Mar 15, 2021, 9:31 PM IST

কোচবিহার, 15 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি নেতার বাড়িতে গিয়ে ভোট চাইলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। সোমবার দুপুরে বিজেপির কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপির এসসি, এসটি, ওবিসি মোর্চার কেন্দ্রীয় সংগঠনের সহ-সভাপতি হেমচন্দ্র বর্মনের বাড়িতে যান শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়।

প্রবীণ বিজেপি নেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে ভোট নিয়ে আলোচনা করেন পার্থপ্রতিম ৷ বিজেপি নেতার বাড়িতে তৃণমূল প্রার্থীর এই ভোটপ্রচারের ঘটনা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৷ কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন তিনি ৷ দিন কয়েক আগে প্রচার চলাকালীন হঠাৎই বিজেপির স্থানীয় কার্য়ালয়ে ঢুকে বিজেপি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পার্থপ্রতিম ৷ আর রবিবার দুপুরে সটান বিজেপি নেতার বাড়িতেই গিয়ে হাজির হন তিনি ৷

আরও পড়ুন :রাস্তার দু'পাশে ভিড়, চন্দ্রকোনায় রোড শোয়ে নজর কাড়লেন মিমি

এই প্রসঙ্গে পরে পার্থপ্রতিম বলেন, ‘‘আমি শীতলকুচি বিধানসভার প্রার্থী হয়েছি ৷ হেমচন্দ্রবাবু বিজেপির নেতা হলেও আমার বিধানসভা কেন্দ্রের ভোটার ৷ তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ সৌজন্য বিনিময় করেছি ৷ ভোট চেয়েছি ৷’’

অন্যদিকে এই প্রসঙ্গে হেমচন্দ্র বলেন, ‘‘শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন পার্থবাবু। তাই আমার বাড়িতে এসেছিলেন ৷ সৌজন্য বিনিময় হয়েছে ৷ এর চাইতে বেশি কিছু নয় ৷’’

একদিকে বিধানসভা নির্বাচনের আগে যখন গোটা জেলায় তৃনমুল ও বিজেপির মধ্যে গন্ডগোল, অশান্তির খবর আসছে, তখন এই ধরনের ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details