গোপীবল্লভপুর, 17 মার্চ : বিজেপি গোটা দেশে ‘দুঃশাসনরাজ’ চালাচ্ছে ৷ বুধবার গোপীবল্লভপুরের নির্বাচনী প্রচার সভা থেকে ফের একবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি শুধুই মিথ্যাচার করে ৷ কারণ, ভোটে জিতে ক্ষমতায় আসাই তাদের একমাত্র লক্ষ্য ৷
গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট আসনে হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী ৷ এদিন সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷ সভাস্থলে উপস্থিত মহিলা ও প্রবীণদের প্রতি তাঁর প্রশ্ন, কী অন্যায়, কী দোষ করেছিলেন তিনি, যার জন্য ‘মা-বোন-প্রবীণরা’ তাঁকে হারিয়ে দিলেন ?
মমতার বার্তা, জঙ্গলমহলের মানুষ যদি তাঁকে চান, তাহলে তাঁরা যেন অবশ্যই তৃণমূল প্রার্থীকে ভোট দেন ৷ কারণ, তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে আদতে তৃণমূলনেত্রীকেই ভোট দেওয়া ৷ তবে মানুষ যদি তাঁকে না চান, তাহলে সেই সিদ্ধান্তও যে তিনি মেনে নেবেন, তাও বুঝিয়ে দিয়েছেন মমতা ৷
আরও পড়ুন :দোতলায় উঠতে সমস্য়া বলেই কি নন্দীগ্রাম সফর পিছিয়ে গেল মমতার ?
এদিন সভামঞ্চে ফের একবার তাঁর উপর হামলা নিয়েও সরব হন মমতা ৷ তাঁর সাফ কথা, পা ভেঙে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আটকানো যাবে না ৷ মমতার আশঙ্কা, বিজেপি বাইরে থেকে লোক এনে ভোট লুঠ করবে ৷ তা যাতে না হয়, তা নিশ্চিত করতে আমজনতাকেই আরও সতর্ক হওয়ার পরামর্শও দেন মমতা ৷ প্রত্যেকে যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে বলে জানান মমতা ৷