পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কমিশন সরাচ্ছে স্বামীকে, মনে জোর নিয়ে প্রচারে লাভলী - South 24 pargana

সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় এই প্রথম কোনও সেলিব্রিটি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । আজ রাজপুর বিপদতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী অরুন্ধতী (লাভলী) মৈত্র ৷

অভিনেত্রী অরুন্ধতী মৈত্র
অভিনেত্রী অরুন্ধতী মৈত্র

By

Published : Mar 9, 2021, 5:01 PM IST

সোনারপুর, 9 মার্চ : সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই ভরসার মর্যাদা রাখতে প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী অরুন্ধতী (লাভলী) মৈত্র । এদিন সকাল 11টা নাগাদ তিনি রাজপুর বিপদতারিণী মন্দিরে পুজো দেন । এই মন্দিরে তিনি আগেও পুজো দিতে এসেছেন । তবে প্রার্থী হওয়ার পর এই প্রথম ।

সোনারপুর দক্ষিণ এলাকায় এই প্রথম কোনও সেলিব্রিটি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । পুজো দেওয়ার পর কর্মীদের সাথে কথা বলেন তিনি । দেওয়াল লিখনে হাত লাগান ৷ পরে সোনারপুরবাসীর উদ্দেশ্যে বলেন , "আমি তোমাদের ঘরের মেয়ে । প্রতি ঘরেই টিভির মাধ্যমে এতদিন এখানকার বাসিন্দারা আমাকে দেখতেন । এবার থেকে সশরীরে দেখতে পাবেন । মমতা বন্দোপাধ্যায়কে দেখে ভোট দেবেন । আমি তাঁর সৈনিক ।" অভিনয় জীবনের থেকে রাজনৈতিক জীবনে আরও বেশি মানুষের আশীর্বাদ তিনি পাবেন বলে আশাবাদী ।

আরও পড়ুন:ভাঙড়ে পুকুর থেকে উদ্ধার 200 বোমা

বিজেপি প্রসঙ্গে উঠলে লাভলী বলেন, ভারতীয় জনতা পার্টি বাংলার মেয়েদের অসম্মান করেছে, শিল্পীদের অসম্মান করেছে, বাংলার সংস্কৃতি ও ভাষার উপর আঘাত এনেছে৷ তার প্রতিবাদেই সক্রিয় রাজনীতিতে নেমেছি । যে সমস্ত অভিনেতা -অভিনেত্রী বিজেপিতে গিয়েছেন সেটা তাঁদের ব্যাপার । তাঁদের মতো বিশ্বাসঘাতক হতে পারব না৷" বিধায়ক হিসাবে নির্বাচিত হলে তিনি মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দেন ৷

সোনারপুর দক্ষিন বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে অভিনেত্রী অরুন্ধতী মৈত্র

আরও পড়ুন:ব্যাট হাতেই প্রচারে ফিরদৌসী বেগম

এদিকে অভিনেত্রীর স্বামী সৌম্য রায়কে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । কমিশন সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী কোনও প্রার্থীর কোনও নিকট আত্মীয় ভোট প্রক্রিয়ার অঙ্গ হতে পারেন না ৷ সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে সৌম্য রায়কে ৷ যদিও এপ্রসঙ্গে লাভলী বলেন, " এই ঘটনায় আমার মনে আরও জোর বেড়েছে। খেলা হয়েই গিয়েছে, শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা ।" এই কেন্দ্রে গতবারের থেকে দ্বিগুণ ভোটে জয়ের বিষয়ে আশাবাদী তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details