বর্ধমান, 14 মার্চ : রবিবাসরীয় প্রচারে নজর কাড়লেন বর্ধমান দক্ষিণের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের পৃথা তা ৷ পিঠে ব্য়াকপ্য়াক, মাথায় ক্য়াপ ৷ ঝকঝকে তারুণ্যই যেন ইউএসপি পৃথার ৷ ইটিভি বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, তাঁদের প্রতিপক্ষ একটাই ৷ কারণ, বিজেপি আর তৃণমূল আদতে ‘একই মুদ্রার দু’টো পিঠ’৷
প্রার্থীকে সামনে রেখে লাল ঝান্ডা হাতে এগোতে থাকেন সিপিএমের স্থানীয় নেতাকর্মীরা ৷ পাড়ায়-পাড়ায়, অলি-গলি ঘুরে প্রচার সারেন তাঁরা ৷ চলে আলাপ, পরিচয় ৷ অনেকেই প্রার্থীর হাতে তুলে দেন পুষ্পস্তবক ৷ পৃথা জানান, মানুষের কাছ থেকে যে সাড়া তিনি পাচ্ছেন, তা অত্যন্ত সদর্থক ৷ তাই জয়ের বিষয়েও যথেষ্ট আশাবাদী তিনি ৷ এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বর্ধমান শহরের ইছলাবাদ, গুডসসেড রোড, নীলপুর এলাকায় প্রচার সারেন পৃথা।