কলকাতা, 12 মার্চ : রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলতে গিয়ে 10 বছরের পুরনো খতিয়ান হাতিয়ার করল বিজেপি ৷ ‘বাসী’ তথ্য তুলে ধরে তা ‘আজকের’ বলে চালানোর চেষ্টা করল আইটি সেল ৷ ভারতে ভিক্ষুকের সংখ্যা ঠিক কত ? দেশবাসীকে তা জানাতে রাজ্য়সভায় একটি তালিকা পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷ সেই মোতাবেক, দেশে মোট ভিখারির সংখ্যা 4 লাখ 13 হাজার 670 ৷ যার মধ্যে 81 হাজার 224 জনই হলেন এ রাজ্যের ৷ লক্ষ্যণীয় বিষয় হল, সরকারি এই তথ্য হালের নয় ৷ 10 বছরের পুরনো ৷ 2011 সালের জনগণনা অনুসারে এই তথ্য প্রকাশ করা হয়েছিল ৷ ভোটের মুখে সেটাকেই মমতা সরকারের ব্যর্থতা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি ৷ দলের অফিসিয়াল ফেসবুক পেজে করায় হয়েছে একটি পোস্ট ৷
বাংলায় পালাবদল হয়েছিল 2011 সালেই ৷ তার আগে এ রাজ্য়ের শাসনভার ছিল বামফ্রন্টের হাতে ৷ কাজেই ওই একই বছর প্রকাশিত এই রিপোর্টের দায় বামেদের উপরেই বর্তায় ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ভোট পেতে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি ? নাকি তাড়াহুড়োয় তথ্য যাচাই করতেই ভুলে গিয়েছে বিজেপির আইটি সেল ?