পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মোদির বার্তার দিকে তাকিয়ে বর্ধমানের বিজেপি নেতা-কর্মীরা - বর্ধমান

নরেন্দ্র মোদি ব্রিগেড ময়দানে আসায় ব্যাপক ভাবে উচ্ছ্বসিত বর্ধমানের বিজেপির নেতা-কর্মীরা । তাঁদের মতে, বাংলায় 'মোদি ঝড়' ইতিমধ্যেই চলে এসেছে । নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বাংলায় আসা বিজেপি সমর্থকদের কাছে উপরি পাওনা ।

ব্রিগেড মুখী বর্ধমানের বিজেপি সমর্থকরা
ব্রিগেড মুখী বর্ধমানের বিজেপি সমর্থকরা

By

Published : Mar 7, 2021, 3:01 PM IST

বর্ধমান, 7 মার্চ: আজ ব্রিগেড ময়দানে নরেন্দ্র মোদি । বাংলার মানুষের জন্য কী বার্তা দিতে চলেছেন তিনি, তা জানতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড ময়দানে ভিড় করছেন বিজেপির নেতা কর্মীরা । বাদ পড়েনি বর্ধমানও । আজ সকাল থেকেই বর্ধমানের বিজেপির নেতা কর্মীরা দলে দলে ব্রিগেডে যোগদান করার জন্য রওনা দিয়েছেন।

আরও পড়ুন:তাস খেলায় মজলেন ব্রিগেডমুখী জনতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড ময়দানে আসায় ব্যাপক ভাবে উচ্ছ্বসিত বর্ধমানের বিজেপির নেতা-কর্মীরা । তাঁদের মতে, বাংলায় 'মোদি ঝড়' ইতিমধ্যেই চলে এসেছে । নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বাংলায় আসা বিজেপি সমর্থকদের কাছে উপরি পাওনা । এতে বাংলায় বিজেপির খুঁটি আরও মজবুত হবে বলে তাঁদের বিশ্বাস । সোনার বাংলা গড়ার আশায় তাঁরা বিজেপি তথা নরেন্দ্র মোদির পাশে আছে বলে জানালেন কিছু সমর্থক ।

ব্রিগেড মুখী বর্ধমানের বিজেপি সমর্থকরা

আরও পড়ুন:ব্রিগেডের পথে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি কর্মী, সমর্থকরা

ব্রিগেড ময়দানে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদি সেই দিকে তাকিয়ে বর্ধমানের বিজেপির নেতা কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details