গবরু, 14 মার্চ : গবরুর প্রার্থী সমিত দাসের সমর্থনে প্রচারে এলেন স্মৃতি ইরানি । এদিন তিনি স্বভাবসিদ্ধ এবং অনর্গল বাংলা ভাষায় তীব্রভাবে কটাক্ষ করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । বলেন, "কেন্দ্রীয় প্রকল্পে নিজের ছবি দিয়ে বাংলার প্রকল্প বলে চালাচ্ছেন দিদিমণি, আর ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন ।
একুশের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতাতে হেভিওয়েট প্রার্থীদের আগমণ বাংলায় । একদিনে পরপর জনসভা । পুরুলিয়ার পর এবার মেদিনীপুরের জনসভায় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি । গোবরুতে মেদিনীপুরের প্রার্থী সমিত দাসের সমর্থনে প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । এদিন তিনি অনর্গল বাংলা ভাষায় তীব্রভাবে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন,"খেলা তো হবে, তবে দিদির খেলাটা এখন বন্ধ হবে । এখন টিএমসি ভাগাও বিজেপি লাও এই বাংলায় ।" মমতা দিদি, মানুষের জীবনের সঙ্গে খেলা করেছেন বলে অভিযোগ করেন স্মৃতি । বলেন মহিলাদের সম্মান, তাঁদের জীবন-জীবিকা নিয়েও খেলা করছেন তৃণমূল নেত্রী । মোদি সরকারের প্রকল্প নিয়ে বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, "যেখানে মোদি সরকার 2 টাকা কেজি দরে চাল বাংলায় পৌঁছে দিচ্ছেন সেখানে দিদি স্কিমের নাম বদলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন । বলছেন আমি চাল দিচ্ছি দুই টাকা কেজি দরে ।"