পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু শিলিগুড়ির বিজেপি প্রার্থীর

কালীমন্দিরে পুজো ভোটের প্রচার শুরু করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷ তিনি বলেন, এবার বিজেপিই রাজ্য়ে সরকার গড়বে ৷ যদিও প্রতিদ্বন্দ্বীর এই আত্মপ্রত্যয়কে পাত্তা দিতে নারাজ সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷

west bengal assembly election 2021_Wb_slg_sankar_ghosh_campaign_7209673
মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু শিলিগুড়ির বিজেপি প্রার্থীর

By

Published : Mar 19, 2021, 2:13 PM IST

শিলিগুড়ি, 19 মার্চ : সাতসকালে মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷ শুক্রবার সকালে নিজের ওয়ার্ডেই কালীমন্দিরে পুজো দেন তিনি ৷ সঙ্গে ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপি যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ-সহ অন্যরা ৷

বিজেপিই রাজ্য়ে সরকার গড়বে, দাবি শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের ৷

মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়ির নানা এলাকায় ঘুরে বেড়ান শঙ্কর ৷ পৌঁছে যান মানুষের দরজায় দরজায় ৷ কথা বলেন এলাকার ভোটারদের সঙ্গে ৷ চলে আলাপ-পরিচয়ের পর্ব ৷ প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় তরুণ বিজেপি প্রার্থীকে ৷ শিলিগুড়ি শহরের সুভাষপল্লি, রবীন্দ্রনগর এলাকায় চলে বিজেপির এদিনের প্রচার অভিযান ৷

সাধারণ মানুষের সমস্যা জানতে নিজস্ব একটি ফোন নম্বরও চালু করেছেন শঙ্কর ৷ যাতে সরাসরি এলাকাবাসীর সমস্য়া শুনে তা সমাধানের ব্যবস্থা করা যেতে পারে ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘‘এবার বিজেপিই রাজ্যে সরকার গঠন করবে ৷ আর এই লক্ষ্যমাত্রায় সফল হতে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে কমপক্ষে 45টি আসন আমাদের নিশ্চিত করতেই হবে ৷’’

আরও পড়ুন :ভোট প্রচারকে করোনা রোখার হাতিয়ার করতে চায় কলকাতা পৌরনিগম

অর্থাৎ রীতিমতো প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন বিজেপির এই প্রার্থী ৷ যদিও তাঁকে গুরুত্ব দিতে নারাজ সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ শঙ্করের প্রচারের কর্মসূচি সম্পর্ক তাঁর কাছে জানতে চাওয়া হলে মন্তব্য এড়িয়ে যান এই প্রবীণ বাম নেতা ৷ তাঁর সাফ কথা, ‘‘আমরা ওঁদের হারাব ৷ কত ভোটে হারাব, সেটাই হল আসল কথা ৷’’

ABOUT THE AUTHOR

...view details