পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, মেদিনীপুরে বৈঠক অজয়-বিবেকের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মেদিনীপুরে এলেন অজয় নায়েক ও বিবেক দুবে ৷ 27 মার্চ, প্রথম দফার নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দল এবং জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_mid_meeting_election_vis_7204519
মেদিনীপুরে বৈঠক অজয়-বিবেকের

By

Published : Mar 12, 2021, 7:00 PM IST

মেদিনীপুর, 12 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার সবক’টি কেন্দ্রকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ভোটে অশান্তি ঠেকাতে নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ তারা ৷ এই দফাতেই ভোট হবে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহলে ৷ 27 মার্চের নির্বাচনকে ঘিরে সেখানে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই শুক্রবার মেদিনীপুরে আসেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক ৷ দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অজয় নায়েক ও বিবেক দুবেরা ৷

মেদিনীপুরে বৈঠক করলেন অজয় নায়েক, বিবেক দুবে ৷

আরও পড়ুন :মমতার উপর 'হামলা'র ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চাইল তৃণমূল

এদিনই হেলিকপ্টারে মেদিনীপুর পৌঁছন অজয় ও বিবেক ৷ প্রথমেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির সঙ্গে একে একে বৈঠক সারেন তাঁরা ৷ এরপর দফায় দফায় কথা বলেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details