পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মেদিনীপুরের গরিমাকে হাতিয়ার, কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মেদিনীপুরের মাটিকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন অভিষেক ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরাদের অপমানের অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে আবারও মেদিনীপুরে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক ৷

west bengal assembly election 2021 abhishek banerjee attack on suvendu adhikari of various political isseus in kanthi east medinipur
মেদিনীপুরের গড়িমাকে হাতিয়ার, কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের

By

Published : Feb 6, 2021, 3:42 PM IST

Updated : Feb 6, 2021, 4:12 PM IST

কাঁথি, 6 ফেব্রুয়ারি : শুভেন্দুর গড়ে গিয়ে এবার হুঙ্কার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ যে ভাষণের শুরু থেকে শেষ পুরোটাই ছিল, মেদিনীপুর ও তার গরিমা এবং সেই গরিমাকে কালিমালিপ্ত করার অভিযোগ ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মেদিনীপুরের মাটিকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন অভিষেক ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরাদের অপমানের অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে আবারও মেদিনীপুরে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ সঙ্গে কটাক্ষ, ‘‘নকুলদানা তাঁর আবার ক্যাশমেমো ।’’

কুলতলির জনসভা থেকে ঘোষণা করেছিলেন, কাঁথিতে শুভেন্দুর মাটিতে দাঁড়িয়ে জনসভা করবেন এবং সেখান থেকেই তাঁকে যোগ্য জবাব দেবেন ৷ সেই মতো আজ শনিবার কাঁথির জনসভার পদে পদে উঠে এল শুভেন্দু অধিকারী ও তাঁর বিশ্বাসঘাতকতা ৷ তবে, তা শুধু তৃণমূলের সঙ্গে নয় ৷ শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে এদিন অভিযোগ করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘যাঁর নেতৃত্বে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজেপিতে যোগদান করল শুভেন্দু ৷’’

এদিন বারবার অভিষেকের বক্তব্য উঠে আসে, মেদিনীপুরের মানুষের সঙ্গেও শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন ৷ সেই প্রসঙ্গেই মেদিনীপুরের আবেগকে উস্কে দিয়ে তিনি বলেন, ‘‘যে মাতঙ্গিনী হাজরা, গান্ধীজির অনুপ্রেরণায় ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলেন অংশ নিয়েছিলেন ৷ সেই আন্দোলনের বিরোধিতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজদের মদত করেছিলেন ৷’’ এরপরই অভিষেক অভিযোগ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাতঙ্গিনী হাজরাদের যারা অপমান করে, সেই দিল্লির বিজেপি সরকারের কাছে মেদিনীপুরের মাটি ও সম্মানকে শুভেন্দু অধিকারী বিক্রি করে দিয়েছেন ৷

আরও পড়ুন : রাজীবকে পাশে নিয়ে তৃণমূল ফাঁকা করে দেওয়ার হুঙ্কার শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগেরও আজ জবাব দেন অভিষেক ৷ ‘‘এবার আমাকে ছেড়ে আমার স্ত্রীকে আক্রমণ করছে ৷ বলছে আমার বউয়ের বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ আমি বলছি আমার বউয়ের কলকাতা ছাড়া কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৷ আর এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়ার কথা বলছে ৷ তাহলে ওদের সিআরপিএফ, শুল্ক দপ্তর কেন কিছু করতে পারল না ?’’ শুভেন্দুর অভিযোগে পালটা প্রশ্ন অভিষেকের ৷

Last Updated : Feb 6, 2021, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details