কলকাতা, 8 মার্চ :ঘাসফুল শিবিরে রক্তক্ষরণ অব্যাহত ৷ সূত্রের খবর, সোমবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ভোটের টিকিট না পাওয়া দলের দুই বিদায়ী বিধায়ক ৷ এঁরা হলেন শিবপুরের জটু লাহিড়ি এবং বসিরহাট উত্তরের দীপেন্দু বিশ্বাস ৷
গত 5 মার্চ একুশের বিধানসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তারপর থেকেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে জেলায় জেলায় ৷ অভিযোগ ওঠে, এতদিন যাঁরা দলের হয়ে কাজ করেছেন, একুশের প্রার্থীতালিকায় তাঁদের অনেককেই বঞ্চিত করা হয়েছে ৷ বদলে সুযোগ দেওয়া হয়েছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের ৷ প্রার্থীতালিকার তারকার চমক রাখতে গিয়ে গায়ে গতরে খাটা কর্মীদের অবহেলা করেছেন মমতা ৷
বঞ্চিতদের এই তালিকায় নাম রয়েছে বহু বিদায়ী বিধায়কেরও ৷ তাঁদের মধ্যে অন্যতম বয়সে প্রবীণ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ি ৷ আর অন্যজন তরুণ তুর্কী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷ যিনি গত বিধানসভা নির্বাচন তৃণমূলের টিকিটে লড়েই জিতে নিয়েছিলেন বসিরহাট উত্তরের আসনটি ৷