কলকাতা, 26 এপ্রিল :করোনা আবহেই ভোট দিলেন দক্ষিণ কলকাতার বন্দর এলাকার মানুষ ৷ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে ভোট হল শান্তিপূর্ণভাবেই ৷ তবে অতিমারির আবহে চিকিৎসকরা যেভাবে স্বাস্থ্যবিধি পালন করতে বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হল না ৷
চিকিৎসক, বিশেষজ্ঞ মহল থেকে সরকার, প্রশাসন, সকলেরই নির্দেশ কোভিড আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই ভোট করাতে হবে ৷ ভোটার সকলের মুখে থাকতে হবে মাস্ক ৷ মানতে হবে শারীরিক দূরত্বের নিয়মও ৷ কিন্তু বন্দর এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলি ঘুরে চোখে পড়ল অন্য ছবি ৷
ভোটাররা মুখে মাস্ক পরে এলেও দূরত্ববিধির কোনও বালাই ছিল না ৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলির বাইরে ছিল লম্বা লাইন ৷ সেখানে গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে ছিলেন ভোটাররা ৷