নয়াদিল্লি, 1 এপ্রিল : সত্যি কি কোনও ভুল হয়েছিল ? নাকি, ভোট মরসুমের কথা মাথায় রেখে রাতারাতি বদলে গেল স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত ? এপ্রিল ফুলের দিনে কেন্দ্রের অর্থমন্ত্রীর কাছে সরাসরি এই প্রশ্নই রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ টুইট তিরে বিদ্ধ করলেন নির্মলা সীতারমনকে ৷
গত 31 মার্চ (বুধবার), অর্থাৎ 2020-21 অর্থবর্ষের শেষ দিনেই স্বল্প সঞ্চয় ও পিপিএফ-এ সুদ ছাঁটাইয়ের কথা ঘোষণা করে অর্থ মন্ত্রক ৷ সদ্য শুরু হওয়া আর্থিক বছরের (2021-22) প্রথম তিন মাসে পিপিএফ-এ 1.1 শতাংশ সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যা গত চার দশকের হিসাবে সর্বনিম্ন ! স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সব মহলে ৷ এদিকে, এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অর্থাৎ 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে ৷ সুদ ছাঁটাইয়ের প্রভাব যদি ইভিএম পর্যন্ত গড়ায়, তবে যে তা গেরুয়া শিবিরের জন্য সুখের হবে না, তা বলাই বাহুল্য ৷ কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার আগেই 180 ডিগ্রি ঘুরে যায় অর্থ মন্ত্রক ৷ টুইটারে ‘কলম’ ধরতে হয় স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ এদিন সাত সকালেই তিনি জানান, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না ৷ বুধবার এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা নেহাতই ভুলবশত জারি করা হয়েছিল ৷
আরও পড়ুন :পিএফ, ব্যাঙ্ক-আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের