পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

রিপোর্ট কার্ড হাতে এবারে শিলিগুড়িবাসীর দুয়ারে বামেরা

পাঁচ বছরে কেমন কাজ করেছে বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগম? তার খতিয়ান তুলে ধরতেই প্রকাশিত হল রিপোর্ট কার্ড৷ তৈরি হয়েছে একটি তথ্য়চিত্রও৷ ভোট মরশুমে এই রিপোর্ট কার্ড মানুষের দুয়ারে পৌঁছে দেবেন বামেরা৷ সোশাল মিডিয়ায় সম্প্রচার করা হবে তথ্যচিত্রটি৷

west bengal assembly election 2021_wb_slg_02_ashok_Bhattacharya _pc_7209673
রিপোর্ট কার্ড হাতে এবারে শিলিগুড়িবাসীর দুয়ারে বামেরা

By

Published : Feb 11, 2021, 5:23 PM IST

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি: রাজ্য়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ধাঁচেই এবার ‘রিপোর্ট কার্ড’ নিয়ে সাধারণ মানুষের দরজায় পৌঁছে যাবেন বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা। পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন পৌরনিগমের তরফে যেসব উন্নয়নমূলক কাজ করা হয়েছে, সেসবের বিস্তারিত তথ্য দিয়ে তৈরি একটি বই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন তাঁরা।

এরই পাশাপাশি, শিলিগুড়ি পৌরনিগমের গত পাঁচ বছরের সাফল্য়ের খতিয়ান তুলে ধরে তৈরি একটি তথ্যচিত্রও তৈরি করা হয়েছে৷ সোশাল মিডিয়ার মাধ্য়মে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে৷

বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগমে সাংবাদিক বৈঠক করে এই তথ্যচিত্রটি এবং নিজেদের রিপোর্ট কার্ড প্রকাশ করেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য রামভজন মাহাত, শংকর ঘোষ, জয় চক্রবর্তী, নুরুল ইসলাম-সহ অন্যরা।

অশোক ভট্টাচার্য বলেন, ‘‘পাঁচ বছরে রাজ্যের তরফে প্রতিবন্ধকতা করা সত্ত্বেও ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ করেছি আমরা। সেই তথ্যই সিনেমা ও বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:এক মাসে লক্ষাধিক জাতিগত সংশাপত্র বিলি কোচবিহারে, সৌজন্যে 'দুয়ারে সরকার'

প্রাক্তন পৌরপ্রধানের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। প্রশাসক বোর্ডে থেকে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন পৌরনিগমের প্রাক্তন বিরোধী দলনেতা রঞ্জন সরকার।

একদিকে যখন রাজ্য সরকার তার সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষের নাগালে আনতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছে৷ চলছে ‘পাড়ায় পাড়ায় সমাধান’-এর মতো কর্মসূচিও৷ ভোট মরশুমে শাসকদলের নেতা, মন্ত্রীরা এ নিয়ে প্রচারও করছেন জোরকদমে৷ অন্যদিকে, প্রবল গেরুয়া হাওয়ার মাঝেই এবার রাজ্য় সরকারের ধাঁচে দুয়ারে গিয়ে মানুষের মন জেতার চেষ্টা শুরু করল বামেরা৷

ABOUT THE AUTHOR

...view details