বারাসত, 18 এপ্রিল : এবার করোনায় আক্রান্ত হলেন বারাসতের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় ৷ রবিবার সকালে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই ফেসবুক পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ফরওয়ার্ড ব্লক প্রার্থী ৷ পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা দলের কর্মী ও সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকেও কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দেন সঞ্জীব ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷
গত কয়েক দিন ধরেই প্রচারের কাজে বারাসত বিধানসভার বিভিন্ন এলাকায় ছুটে বেরাতে হয়েছে সঞ্জীবকে ৷ একাধিক বৈঠকও করেছেন তিনি ৷ আবার কখনও প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের অভাব অভিযোগ শুনেছেন ৷ এক কথায়, গত কয়েক দিনে অসংখ্য মানুষ সঞ্জীবের সংস্পর্শে এসেছেন ৷ তাঁদের অনেকেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে ৷