নয়াদিল্লি, 11 মার্চ : বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ ভোটারদের মত আদায় করে নিতে চেষ্টার কোনও কসুর করছে না তারা ৷ ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বহু নেতা, কর্মীকে বিশেষ দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল আরও 22 জন বিজেপি নেতার নাম ৷ তৃণমূলস্তরে কাজের দায়িত্ব দিয়ে এঁদের রাজ্যে পাঠানো হয়েছে ৷ প্রথম দুই দফা ভোটের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে দাবি সূত্রের ৷
ঘরে ঘরে মানুষের মনে বিজেপির প্রতি সহানুভূতি তৈরির কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল গেরুয়াবাহিনী ৷ সেই সহানুভূতি যাতে ইভিএমে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতেও পরিকল্পনা মাফিক অভিযান শুরু করে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা ৷ সূত্রের খবর, সেই দলেই জুড়ে দেওয়া হয়েছে এই ‘সুপার 22’-কে ৷ বিজেপির ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন এবং নিজের ভোট নিজে দিতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও পড়েছে এই 22 জন নেতা ও তাঁদের স্থানীয় দলীয় সহকর্মীদের উপর ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, 22 জনের এই দলে রয়েছেন নীতীন নবীন, অরবিন্দ লিম্বাওয়ালি, রাধামোহন সিং, প্রবেশ বর্মা, রমেশ বিধুরি, বিনোদ তাওড়ে, শঙ্কর চৌধুরী, বিনয় সহস্ত্রবুদ্ধে, নিশিকান্ত দুবে, মঙ্গল পান্ডে, প্রদীপ সিং বাঘেলা প্রমুখ ৷ সম্প্রতি এই দলের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷