পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

লক্ষ্য প্রথম দুই দফা, বাংলায় বিজেপির নতুন অস্ত্র ‘সুপার 22’

প্রথম দুই দফার ভোটে বাজিমাৎ করতে আরও 22 জন নেতাকে বাংলায় পাঠাচ্ছে বিজেপি ৷ বিজেপি মনোভাবাপন্ন ভোটারদের একটিও ভোট যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই তৃণমূল স্তরে কাজ করবেন এই 22 জন ৷

west bengal assembly election 2021_BJP ropes in Super 22 for first two phases of WB elections
লক্ষ্য প্রথম দুই দফা, বাংলায় বিজেপির নতুন অস্ত্র ‘সুপার 22’

By

Published : Mar 11, 2021, 6:47 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ : বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ ভোটারদের মত আদায় করে নিতে চেষ্টার কোনও কসুর করছে না তারা ৷ ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বহু নেতা, কর্মীকে বিশেষ দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল আরও 22 জন বিজেপি নেতার নাম ৷ তৃণমূলস্তরে কাজের দায়িত্ব দিয়ে এঁদের রাজ্যে পাঠানো হয়েছে ৷ প্রথম দুই দফা ভোটের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে দাবি সূত্রের ৷

ঘরে ঘরে মানুষের মনে বিজেপির প্রতি সহানুভূতি তৈরির কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল গেরুয়াবাহিনী ৷ সেই সহানুভূতি যাতে ইভিএমে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতেও পরিকল্পনা মাফিক অভিযান শুরু করে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা ৷ সূত্রের খবর, সেই দলেই জুড়ে দেওয়া হয়েছে এই ‘সুপার 22’-কে ৷ বিজেপির ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন এবং নিজের ভোট নিজে দিতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও পড়েছে এই 22 জন নেতা ও তাঁদের স্থানীয় দলীয় সহকর্মীদের উপর ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, 22 জনের এই দলে রয়েছেন নীতীন নবীন, অরবিন্দ লিম্বাওয়ালি, রাধামোহন সিং, প্রবেশ বর্মা, রমেশ বিধুরি, বিনোদ তাওড়ে, শঙ্কর চৌধুরী, বিনয় সহস্ত্রবুদ্ধে, নিশিকান্ত দুবে, মঙ্গল পান্ডে, প্রদীপ সিং বাঘেলা প্রমুখ ৷ সম্প্রতি এই দলের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

প্রসঙ্গত, বাংলার ভোট-দায়িত্বে আগেই সাত কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ পরে সেই তালিকায় যোগ হন আরও দু’জন ৷ এঁরা হলেন ধর্মেন্দ্র প্রধান এবং আরকে সিং ৷

আরও পড়ুন :18 মার্চ পুরুলিয়ায়, 2 দিন পর কাঁথিতে মোদি

ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার আগে থেকেই বাংলায় তৎপরতা বেড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৷ এক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে দিয়েছেন বিজেপির হেভিওয়েটরা ৷ মোদি-শাহ- নাড্ডা থেকে শুরু করে কেন্দ্র ও রাজ্যস্তরের নেতাদের আনাগোনা বেড়েছে বঙ্গভূমে ৷ এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতেই প্রচারে ঝড় তুলেছেন প্রার্থী ও তাঁদের দলীয় সহকর্মীরা ৷ এক্ষেত্রেও অন্য বিরোধীদের তুলনায় অনেকটাই এগিয়ে গেরুয়া ব্রিগেড ৷ দলের তরফে এখনও পর্যন্ত প্রথম দুই দফার মোট 60 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ বাকি রয়েছে আরও ছয় দফার প্রার্থীদের নাম ঘোষণা ৷

ABOUT THE AUTHOR

...view details