পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মেখলিগঞ্জের 15টি বুথে দুই অঙ্কের ভোটও পায়নি বিজেপি - 15 booths of Mekhliganj

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে কোচবিহারের মেখলিগঞ্জের 15টি বুথে দুই অঙ্কের ভোটও পায়নি বিজেপি ! ফল ঘোষণার পর দলের হাতে এসেছে এমনই তথ্য ৷ যা জেনে তাজ্জব বিজেপির নেতা-কর্মীরা ৷

wb_crb_04_bjp_vote_7205341
মেখলিগঞ্জের 15 টি বুথে দুই অঙ্কের ভোটও পায়নি বিজেপি !

By

Published : May 8, 2021, 4:41 PM IST

কোচবিহার, 8 মে : গত লোকসভা নির্বাচনে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় পাঁচ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ৷ সেদিক থেকে দেখতে গেলে এবারের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় অনেকটাই প্রত্যাশিত ছিল ৷

কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় প্রায় 15 হাজার ভোটে বিজেপি প্রার্থী দধিরাম রায় পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে ৷ পাশাপাশি, অন্তত 15টি এমন বুথ আছে, যেখানে দুই অঙ্কের ভোটও পাননি বিজেপি প্রার্থী দধিরাম রায় ৷ যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের ৷

বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কেন এমন ফল হল মেখলিগঞ্জে, তা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে দলের অন্দরে ৷

কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে পড়ে ৷ এই কেন্দ্রে সাংগঠনিক শক্তিও যথেষ্ট ভালো ৷ এই প্রেক্ষাপটে এবারের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায় জয়ী হবেন, এমনটাই প্রত্যাশা ছিল দলের নেতা ও কর্মীদের ৷

কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী বিজেপি প্রার্থী দধিরাম রায়কে 14 হাজার 650 ভোটে পরাজিত করেছেন ৷

ভোটে এমন ফলের কারণ খুঁজতে গিয়ে বিজেপি নেতৃত্বের চক্ষু চড়কগাছ ৷ দলের হাতে আসা তথ্য বলছে, সংশ্লিষ্ট এলাকায় অন্তত 15টি এমন বুথ রয়েছে, যেখানে বিজেপি দুই অঙ্কেরও ভোট পায়নি ৷

এই 15টি বুথ মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি, ভোটবাড়ি, নিজতরফ-সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 96 নম্বর বুথে বিজেপি মাত্র আটটি ভোট পেয়েছে ! 215 (এ) বুথে বিজেপি তিনটি ভোট পেয়েছে ! এছাড়াও আরও বেশ কয়েকটি বুথে দুই অঙ্কের সংখ্যা পেরোয়নি গেরুয়া শিবির ৷

আরও পড়ুন :বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই জারি, মৌনতা ভাঙলেন মুকুল

এমন ফলে তাজ্জব বিজেপির তাবড় নেতা থেকে সাধারণ কর্মী ৷ দলের নেতা জ্যোতিবিকাশ রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘কেন এমন হল, তা আমরা খতিয়ে দেখছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details