কোচবিহার, 8 মে : গত লোকসভা নির্বাচনে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় পাঁচ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ৷ সেদিক থেকে দেখতে গেলে এবারের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় অনেকটাই প্রত্যাশিত ছিল ৷
কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় প্রায় 15 হাজার ভোটে বিজেপি প্রার্থী দধিরাম রায় পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে ৷ পাশাপাশি, অন্তত 15টি এমন বুথ আছে, যেখানে দুই অঙ্কের ভোটও পাননি বিজেপি প্রার্থী দধিরাম রায় ৷ যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের ৷
বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কেন এমন ফল হল মেখলিগঞ্জে, তা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে দলের অন্দরে ৷
কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে পড়ে ৷ এই কেন্দ্রে সাংগঠনিক শক্তিও যথেষ্ট ভালো ৷ এই প্রেক্ষাপটে এবারের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায় জয়ী হবেন, এমনটাই প্রত্যাশা ছিল দলের নেতা ও কর্মীদের ৷