কলকাতা, 2 মে :ভোটগণনার দিন করোনা বিধি উপেক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেবে তারা ৷ একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন ৷ রবিবার আরও একবার সেই কথা মনে করিয়ে দিল তারা ৷ কমিশনের তরফে সংশ্লিষ্ট চারটি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যসচিবকে পাঠানো হল চিঠি ৷ যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ভোটে জিতে কোনও রাজনৈতিক দল বিজয় উল্লাসে মাতলে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে কমিশন ৷
রবিবার নির্বাচন কমিশনের তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে যে ছবি উঠে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক ৷ সংশ্লিষ্ট রাজ্যগুলির বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, ভোটের জেতার আনন্দে অনেকেই করোনা বিধি মানছেন না ৷ সামিল হচ্ছেন বিজয় উৎসবে ৷ যা কখনই কাম্য নয় বলে বার্তা কমিশনের ৷ তাদের নির্দেশ, অবিলম্বে এই ধরনের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার ৷