পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

‘পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের’ শায়েস্তা করার হুঁশিয়ারি শুভেন্দুর - নির্বাচনী প্রচার

দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক ৷ বৃহস্পতিবার কাঁথি উত্তরের প্রচার কর্মসূচি চলাকালীন তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের শায়েস্তা করব ৷’’ প্রশ্ন উঠছে,পশ্চিমবঙ্গের পাকিস্তানি বলে কাদের চিহ্নিত করতে চেয়েছেন শুভেন্দু ৷

bengal election 2021_Wb emid 03 suvendu rally wb10010
‘‘পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের’’ শায়েস্তা করার হুঁশিয়ারি শুভেন্দুর

By

Published : Mar 25, 2021, 6:48 PM IST

Updated : Mar 25, 2021, 9:15 PM IST

কাঁথি, 25 মার্চ : ‘‘আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের শায়েস্তা করব ৷’’ চাঁদি ফাটা রোদ্দুরে প্রচারে বেরিয়ে এই ঝাঁঝালো মন্তব্য বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ৷

বৃহস্পতিবার কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে শেষ বেলার প্রচার সারেন শুভেন্দু অধিকারী ৷ এদিন কাঁথির জগন্নাথ মন্দিরে প্রথমে পুজো দেন তিনি ৷ তারপর দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। রোড শো শেষ করে যোগ দেন চা-চক্রে ৷ সেখানে স্থানীয় বাসিন্দা ও বিজেপির কর্মী-সদস্যদের সঙ্গে আলাপ সারেন শুভেন্দু ৷ বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান ৷

চা চক্রে সকলের সঙ্গে গল্প করার সময় একটি বাচ্চা মেয়েকে কোলে বসিয়ে নেন শুভেন্দু ৷ তাঁর আশা, এবারের বিধানসভা নির্বাচনে কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে বিজেপি ৷ এখানেই হঠাৎ উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে ‘পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের’ শায়েস্তা করার কথা বলেন শুভেন্দু ৷

‘পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের’ শায়েস্তা করার হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন :মমতাকে হারিয়ে নন্দীগ্রামে শুভেন্দুকে জেতাতে শিশিরের সোশ্যাল-বার্তা

শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘উত্তরপ্রদেশের যোগ্য মুখ্যমন্ত্রী যেভাবে সেখানকার পাকিস্তানিদের শায়েস্তা করেছেন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বিজেপির সরকার গঠিত হলে এখানকার পাকিস্তানিদেরও শায়েস্তা করা হবে ৷’’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের পাকিস্তানি বলতে তিনি কাদের বুঝিয়েছেন ? প্রসঙ্গত, কোনও ব্য়ক্তি বা গোষ্ঠী বা সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে মুখ খুললে তাঁদের গেরুয়া শিবিরের রোষানলে পড়তে হয় ৷ এমনকী, বিজেপি বিরোধী বিদ্বজনদের গায়েও নানা সময়ে পাকিস্তানি তকমা দেওয়া বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ তবে কি আগামী দিনে এ রাজ্য়েও যাঁরা বিজেপির বিরুদ্ধে মুখ খুলবেন, তাঁদেরও একইভাবে পাকিস্তানি বলে চিহ্নিত করে দেওয়া হবে ? শুভেন্দু অধিকারীর মন্তব্য়ে সেই প্রশ্ন উঠে এসেছে ৷

Last Updated : Mar 25, 2021, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details