কলকাতা, 15 এপ্রিল :নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ তাঁর মতে, মহামারির আবহে পশ্চিমবঙ্গে আট দফার ভোটের নির্ঘণ্ট কার্যত নরহত্যারই সামিল ৷ আর এর জন্য সরাসরি কমিশনকেই দুষেছেন মহুয়া ৷
বৃহস্পতিবারের তথ্য বলছে, শেষ 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 2 লাখের গণ্ডি ৷ অথচ পশ্চিমবঙ্গে এখনও বাকি চার দফার ভোট ৷ পুরোদমে চলছে তার প্রচার, মিটিং, মিছিল ৷ তাতে শিকেয় উঠেছে করোনা বিধি ৷ আর তার ফলেই রাজ্য়ে করোনার সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, ভোট শেষ হলেই চরমে উঠবে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ যা সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে স্বাস্থ্য দফতরের পক্ষে ৷