পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

নানুরে সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি - সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি

সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি ৷ সিপিএমকে ভোট দিলেও কেটে নেওয়া হবে হাত ৷ বীরভূমের নানুরের ঘটনায় কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা ৷

bengal election 2021_wb_brmh_01_nanoor tmc leader attack cpim candidate_7203424
নানুরে সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি

By

Published : Apr 15, 2021, 2:07 PM IST

নানুর, 15 এপ্রিল : সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি ৷ কাঠগড়ায় তৃণমূল নেতা ৷ বীরভূমের নানুরের ঘটনায় চাঞ্চল্য ৷

বৃহস্পতিবার নানুরের সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানকে প্রচারে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা নূরমান শেখ ৷ স্থানীয় সূত্রে খবর, নববর্ষের সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হন নানুরের সিপিএম প্রার্থী তথা বিধায়ক শ্যামলী প্রধান ৷ সেই সময়েই আগোরতোর গ্রামে সিপিএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হয় ৷

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা নুরমান শেখের বিরুদ্ধে ৷ বিধায়ক হয়েও গত পাঁচ বছরে কেন কোনও উন্নয়ন করেননি, সেই প্রশ্ন তুলে সিপিএম প্রার্থীকে ‘‘চোর’’ সম্বোধন করেন নুরমান ৷

আরও পড়ুন :বুথে বিরোধীদের এজেন্ট বসলেই 50 লাখ জরিমানা, হুমকি তৃণমূল নেতার

এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা ৷ প্রশ্নের মুখে সিপিএম প্রার্থী জানান, তৃণমূলই গত পাঁচবছর ধরে তাঁকে কোনও কাজ করতে দেয়নি। অভিযোগ, এরপরই সিপিএম প্রার্থীকে প্রকাশ্যে হাত কেটে নেওয়ার হুমকি দেন নুরমান ৷ এমনকি, কেউ সিপিএমকে ভোট দিলেও হাত কেটে নেওয়া হবে বলে হুমকি দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details