রায়গঞ্জ, 15 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানি করোনায় আক্রান্ত ৷ বৃহস্পতিবার দলের পক্ষ থেকে তাঁর কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে ৷
গোলাম রব্বানি কোভিড আক্রান্ত হওয়ার পরই ওই এলাকায় দলের পক্ষ থেকে প্রচারের নতুন কৌশল স্থির করা হয়েছে ৷ প্রার্থী আপাতত গৃহবন্দি ৷ তাই তাঁর হয়ে প্রচারের পুরো দায়িত্বটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন দলের কর্মীরা ৷ সোশাল মিডিয়ায় এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে ৷
প্রার্থী গৃহবন্দি হলেও জয় নিয়ে নিশ্চিত তৃণমূল ৷ আরও পড়ুন :করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর, স্থগিত সামশেরগঞ্জের ভোটগ্রহণ
স্থানীয় তৃণমূল নেতা অরিন্দম সরকার এই প্রসঙ্গে জানান, ‘‘গোলাম রব্বানির করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই সবরকম সতর্কতা নেওয়া হয়েছে ৷ এখন তিনি হোম আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ চিকিৎসকদের নির্দেশ মাফিক চলছেন প্রার্থী ৷ আগামী 14 দিন তাঁকে গৃহবন্দি থাকতে হবে ৷ ফলে কোনও অবস্থাতেই তাঁর পক্ষে আর প্রচারে বেরোনো সম্ভব নয় ৷ তবে ওই আসনে তৃণমূল কংগ্রেসের ভিত অত্যন্ত শক্ত ৷ দলের কর্মীরাই প্রচারের সব দায়িত্ব সামলে নেবেন ৷ বাড়ি বাড়ি জনসংযোগে গুরুত্ব দিয়েছি আমরা ৷ সোশাল মিডিয়াতেও পুরো দমে প্রচার করা হচ্ছে ৷ "