শিলিগুড়ি, 18 এপ্রিল : ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত শিলিগুড়ি লাগোয়া এলাকায় ৷ এবার এখানে বিধানসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও রবিবার, অর্থাৎ নির্বাচনের পরদিনই সংঘর্ষ বাধে তৃণমুল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ৷ ভাঙচুর করা হয় তৃণমূলের বুথ কার্যালয় ৷ জখম হন দু’পক্ষেরই অন্তত চারজন ৷ ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার নৌকাঘাট সংলগ্ন পোড়াঝাড়ে ৷
অভিযোগ, শনিবার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার পোড়াঝাড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে যান ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্য়ায় ৷ সঙ্গে ছিলেন তাঁর দলীয় সহকর্মীরা ৷ তখন তাঁদের উপরও হামলা চালায় তৃণমূল ৷ যদিও তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী দলবল নিয়ে এসে তৃণমূলের কর্মী ও সমর্থকদের হুমকি দেন এবং ও বুথ কার্যালয় ভাঙচুর করেন ৷ এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷
গন্ডগোলের খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এনজেপি থানায় যান বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্য়ায় ৷ সেখানে গিয়ে থানা ঘেরাও করেন তাঁরা ৷ পরে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন শিখা ৷