তারকেশ্বর, 31 মার্চ : হুগলির তারকেশ্বরের তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ বুধবার তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর প্রচারে জনসভা করেন স্মৃতি ৷ সেখানেই স্বপনকে ‘ভদ্রলোক’ এবং স্বপনের প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়কে ‘মাফিয়া’ বলে সম্বোধন করেন তিনি ৷
এদিন সভামঞ্চে দাঁড়িয়ে স্মৃতির বার্তা, বাংলায় নারীসুরক্ষা নিশ্চিত করতে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই ৷ সেই সময়েই সরাসরি সভামঞ্চে উপস্থিত স্বপন দাশগুপ্তকে উদ্দেশ করে স্মৃতি বলেন, স্বপনের লড়াই অত্যন্ত কঠিন ৷ কারণ, ভোটের ময়দানে মাফিয়ার বিরুদ্ধে লড়তে হচ্ছে তাঁকে ৷ এবার মানুষকেই ঠিক করতে হবে, তাঁরা মাফিয়াকে ভোটে জেতাবেন, না ভদ্রলোককে ৷
স্মৃতির সাফ কথা, বাংলায় বিজেপির রাজত্ব কায়েম হলেই মাফিয়া, গুন্ডাদের জেলে ভরা হবে ৷ প্রশ্ন উঠছে, তবে কি সরাসরি তৃণমূল প্রার্থীকেই আগাম জেলে ভরার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির এই দাপুটে নেত্রী ?