পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 31, 2021, 9:42 PM IST

ETV Bharat / elections

তারকেশ্বরের তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে তোপ স্মৃতির

হুগলির তারকেশ্বরে সভা স্মৃতি ইরানির ৷ তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়কে ‘মাফিয়া’ বলে তোপ বিজেপি নেত্রীর ৷ বুধবার বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর হয়ে প্রচার সভা করেন স্মৃতি ৷

bengal election 2021_wb_hgl_People in Tarakeswar do not want BJP gentlemen Trinamool mafia comments Smriti Irani_7203418
তারকেশ্বরের তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে তোপ স্মৃতির

তারকেশ্বর, 31 মার্চ : হুগলির তারকেশ্বরের তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ বুধবার তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর প্রচারে জনসভা করেন স্মৃতি ৷ সেখানেই স্বপনকে ‘ভদ্রলোক’ এবং স্বপনের প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়কে ‘মাফিয়া’ বলে সম্বোধন করেন তিনি ৷

মানুষকেই ঠিক করতে হবে, তাঁরা মাফিয়াকে চান, না ভদ্রলোককে ৷ তারকেশ্বরে বললেন স্মৃতি ইরানি ৷

এদিন সভামঞ্চে দাঁড়িয়ে স্মৃতির বার্তা, বাংলায় নারীসুরক্ষা নিশ্চিত করতে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই ৷ সেই সময়েই সরাসরি সভামঞ্চে উপস্থিত স্বপন দাশগুপ্তকে উদ্দেশ করে স্মৃতি বলেন, স্বপনের লড়াই অত্যন্ত কঠিন ৷ কারণ, ভোটের ময়দানে মাফিয়ার বিরুদ্ধে লড়তে হচ্ছে তাঁকে ৷ এবার মানুষকেই ঠিক করতে হবে, তাঁরা মাফিয়াকে ভোটে জেতাবেন, না ভদ্রলোককে ৷

স্মৃতির সাফ কথা, বাংলায় বিজেপির রাজত্ব কায়েম হলেই মাফিয়া, গুন্ডাদের জেলে ভরা হবে ৷ প্রশ্ন উঠছে, তবে কি সরাসরি তৃণমূল প্রার্থীকেই আগাম জেলে ভরার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির এই দাপুটে নেত্রী ?

আরও পড়ুন :কাজ করছে মোদি, ছবি তুলছে দিদি : স্মৃতি ইরানি

এদিন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর সমর্থনে কেশব চক পঞ্চায়েতের তূল্ল্যান গ্রামে সভা করেন স্মৃতি ৷ দুপুরে পূর্ব গৌরী বাটিতে সুমিত্রা রাউতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি ৷ তবে এদিন তাঁর সভায় দলের কিছু কর্মী ছাড়া আমজনতার ভিড় সেভাবে চোখে পড়েনি ৷ যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে শাসক শিবির ৷

তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় তাঁকে নিয়ে করা স্মৃতি ইরানির মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘‘তিনি বাংলার বাইরের মানুষ ৷ ওঁর কাছ থেকে এই ধরনের ভাষা বাংলার মানুষ আশা করেননি ৷’’

ABOUT THE AUTHOR

...view details