পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কোভিড আবহে শান্তিপূর্ণ ভোট ভাতারে - করোনা

করোনা আবহে শান্তিপূর্ণ ভোট হল পূর্ব বর্ধমানের ভাতারে ৷ যাবতীয় কোভিড বিধি মেনেই ভোট দিলেন ভোটাররা ৷

bengal election 2021_wb_bwn_09_burdwan election corona_7204528
কোভিড আবহে শান্তিপূর্ণ ভোট ভাতারে

By

Published : Apr 22, 2021, 8:03 PM IST

ভাতার, 22 এপ্রিল : করোনা আবহে শান্তিপূর্ণ ভোট হল পূর্ব বর্ধমানের ভাতারে ৷ বৃহস্পতিবার, ষষ্ঠ দফার নির্বাচনে পূর্ব বর্ধমানের আটটি আসনে ভোটগ্রহণ করা হয় ৷ একদিকে রাজনৈতিক হিংসা ও হানাহানি, অন্যদিকে অতিমারির দাপট ৷ এই দুইয়ের আবহে শান্তিপূর্ণ ভোট যথেষ্ট চ্য়ালেঞ্জের ছিল বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

তবে এদিন ভাতারের বিভিন্ন বুথ ঘুরে অশান্তির কোনও ছবি ধরা পড়েনি ৷ ভোটাররা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পেরেছেন তাঁরা ৷ কোথাও কোনও সমস্য়া হয়নি ৷ যাবতীয় কোভিড বিধি মেনেই ভোট নেওয়া হয়েছে ৷ নির্বাচনী আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনী, সহযোগিতা করেছে সকলেই ৷

প্রসঙ্গত, বুধবারই পূর্ব বর্ধমান জেলায় নতুন করে 290 জন করোনা আক্রান্তের খোঁজ মেলে ৷ গত কয়েকদিন ধরেই জেলার 200-রও বেশি মানুষ রোজ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসনের ৷ অনেকেরই আশঙ্কা ছিল, এই পরিস্থিতিতে ভোটাররা হয়তো বুথমুখী হতে চাইবেন না ৷

শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি ভাতারের মানুষ ৷

আরও পড়ুন :5 মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকাকরণ, ঘোষণা মমতার

তবে শেষমেশ ভোটাররা বাড়ি থেকে বেরিয়েছেন ভোট দিতে ৷ কিন্তু কোনও বুথের বাইরেই অতিরিক্ত ভিড় চোখে পড়েনি ৷ ছোটখাটো লাইন থাকলেও, তা এগিয়েছে সময় মতো ৷ শান্তিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও ৷

ABOUT THE AUTHOR

...view details